সাদ্দাম হোসেন, জলপাইগুড়ি: জলপাইগুড়ি জেলার বানারহাটে চা - শ্রমিকদের মহামিছিল। ২০ শতাংশ বোনাসের দাবিতে বানারহাটের ৪ টি চা - বাগানের কয়েক হাজার শ্রমিকরা একত্রিত হয়ে মিছিল করলেন এদিন । রাত পোহালেই চা বাগান শ্রমিকদের বোনাস নিয়ে কলকাতায় অনুষ্ঠিত হবে ত্রিপাক্ষিক বৈঠক। আর তার আগেই ডুয়ার্সের বানারহাটে আন্দোলনের ঝাঁজ বাড়ালো চা - শ্রমিকরা।দাবি মানা না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি। এদিন বিকেল সাড়ে চারটায় বানারহাট চা - বাগান কারখানার সামনে জমায়েত করেন শ্রমিকেরা। যেখানে নিউ ডুয়ার্স, কারবালা, বানারহাট চুনাভাটি চা-বাগানের প্রায় তিন হাজার শ্রমিকরা মিছিলে অংশগ্রহণ করেন। মিছিলটি গোটা বানারহাট শহর পরিক্রমা করে। এখনো বানারহাট শহরে চলছে বিক্ষোভ মিছিল।
বোনাসের দাবিতে এদিন চা শ্রমিকদের আন্দোলনে সামিল হন শাসক বিরোধী সব দল ।
চা বাগানের শ্রমিক নেতা অজয় মাহালী বলেন, বানারহাট ব্লকের চারটি চাবাগানের কয়েক হাজার চা শ্রমিক আজ মিছিলে অংশগ্রহণ করেছেন। আমাদের একটাই দাবী অবিলম্বেই শ্রমিকদের ২০ শতাংস দিতে হবে। যদি মালিকপক্ষ ২০ শতাংশ বোনাস না দেয় তাহলে আমরা আরও বৃহত্তর আন্দোলনে নামবো।
চা শ্রমিক রেহানা খাতুন বলেন, মালিকপক্ষ ১৫ শতাংশ বোনাস দেওয়ার কথা বলেছে। কিন্তু আমাদের ২০ শতাংশই লাগবে যেটা আমাদের অধিকার।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct