পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ থেকে কলা গাছের গুঁড়িতে গরু বেঁধে বাংলাদেশে পাচারের অভিযোগ উঠলো। এই অভিযোগে বিএসএফ তিন বাংলাদেশিকে গ্রেফতার করেছে। পাশাপাশি ২২৪টি গরু উদ্ধার করা হয়েছে।
কলা গাছের গুঁড়ির মাঝে গরু বেঁধে জলে ভাসিয়ে পাচার করছিল চোরাকারবারিরা। এর মধ্যে উত্তরবঙ্গ এলাকার বন্যায় ভেসে গিয়েছে অনেকটা অঞ্চল। সেই পরিস্থিতিকে কাজে লাগিয়ে এভাবেই বাংলাদেশে গরু পাচারের ছক কষেছে চোরাকারবারিরা। দুটো কলা গাছের গুঁড়ি। মাঝখানে শক্তপোক্ত করে বাধা হয়েছে গরু। গরুর মুখ বাঁধা, যাতে তারা আওয়াজ না করতে পারে। পাশাপাশি তারা যাতে ঘাড় ঘুরিয়ে বাঁধন ছিঁড়ে ফেলতে না পারে। এভাবেই মালদা এবং মুর্শিদাবাদের পাহাগাতি, ফুলতলা, লালপুর, কমলপুর, ধুলিয়ান সীমান্তে গঙ্গায় ভাসিয়ে দেওয়া হয়েছিল ২২৪টি গরু। বিষয়টি জেনে বিএসএফ স্পিডবোট নিয়ে বেরিয়ে পড়ে। এবং পাচারকারীদের কাছ থেকে ১০৫টি গরু উদ্ধার করে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct