বাইজিদ মণ্ডল, ডায়মন্ডহারবার, আপনজন: কেন্দ্রীয় সরকার বিরুদ্ধে ১০০ দিনের বকেয়া আদায়ের ডাক দিয়েছেন তৃণমূল কংগ্রেসের এর সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ট্রেন বাতিল হওয়ায় ডায়মন্ড হারবার বিধানসভার সকল তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব বিমানে করে রওনা দিলেন দিল্লিতে। বিধায়ক পান্নালাল হালদার সহ দিল্লিতে রওনা দিলেন ডা:হা: মহিলা সভানেত্রী মনমহিনি বিশ্বাস,রাজ্য শিক্ষক নেতা মইদুল ইসলাম, ২নম্বর ব্লক সভাপতি অরুময় গায়েন, ১নম্বর ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতি গৌতম অধিকারী, পৌরসভার চেয়ারম্যান প্রণব দাস, ভাইস চেয়ারম্যান রাজশ্রী দাস,টাউন যুব সভাপতি সৌমেন তরফদার সহ ডায়মন্ড হারবারের তৃণমূল কর্মীরা। ব্লক ২তৃণমূল কংগ্রেসের সভাপতি অরুময় গায়েন তিনি বলেন আমাদের নেতা যখন ডাক দিয়েছে দিল্লি যাবার, তাহলে কেন্দ্র সরকার যতই বাধা সৃষ্টি করুক আমাদের কর্মীরা দিল্লি যাবেই।তিনি আগত সমস্ত কর্মীদের স্বাগত জানান।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct