টফি লস্কর, গঙ্গাসাগর, আপনজন: শুক্রবার দক্ষিণ ২৪ পরগনা জেলায় কাকদ্বীপ শাখা কার্যালয়ের অন্তর্গত সাগর রুদ্রনগর কৃষক বাজারের সুন্দরবন বিষয়ক দপ্তরের সুন্দরবন উন্নয়ন পর্ষদের পক্ষ থেকে বিনামূল্যে মৎস্য উপকরণ বিতরণ কর্মসূচি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রত্যন্ত সুন্দরবন এলাকায় মৎস্যজীবীদের হাতে পোনা মাছের চারা এবং মাছের খাদ্য সামগ্রিক বিতরণ করা হয়। সুন্দরবন এলাকার ১৯টি ব্লকের বিভিন্ন প্রান্তে আগামী দিনগুলিতে মৎস্যজীবীদের স্বনির্ভর হওয়ার জন্য মৎস্য বিতরণের সাথে খাদ্য সামগ্রিক বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা, সাগর ব্লকের সভাপতি সাবিনা বিবি, সাগর ব্লকের জয়েন্ট বিডিও রাজেন্দ্র সিং, সাগর ব্লকের সহ-সভাপতি স্বপন প্রধান, মৎস্য দপ্তরের আধিকারিক তিমির কুমার মন্ডল প্রমুখ।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct