আব্দুস সামাদ মন্ডল, বাঁকুড়া, আপনজন: বাঁকুড়ার জেলাশাসক পদের পরিবর্তন। নতুন দায়িত্বে এলেন শেখ সিয়াদ এন। রাজ্যের প্রশাসনিক স্তরে ব্যাপক রদবদল নবান্ন সূত্রে খবর বাঁকুড়ার জেলাশাসক পরিবর্তন হয়ে গেল সোমবার। পূর্বের জেলাশাসক কে রাধিকা আইয়ার ২০২০ সালে ১ জুলাই দায়িত্বভার গ্রহণ করেছিলেন। এর আগে তিনি ২০১৩-২০১৫ পর্যন্ত এসডিও কালিম্পং এবং এডিএমএলআর এডিএম হলদিয়া ছিলেন। গত ১২ সেপ্টেম্বর, মঙ্গলবার নবান্ন রাধিকা আইয়ারের বদলির নির্দেশিকা জারি করে। বাঁকুড়ার নতুন জেলাশাসক হচ্ছেন দক্ষিণ ২৪ পরগনার অতিরিক্ত জেলাশাসক পদে কর্মরত আইএএস অফিসার সিয়াদ এন। সোমবার জেলাশাসকের পেজ থেকে পূর্ববর্তী কে রাধিকা আইয়ার লিখেছেন আমি, রাধিকা আইয়ার আইএএস, বাঁকুড়া জেলাশাসক, বাঁকুড়ার নতুন জেলাশাসক এন সিয়াদের কাছে দায়িত্ব হস্তান্তর করেছি।আমি সমগ্র বাঁকুড়া টিমের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি তাদের সহযোগিতার জন্য এবং বাঁকুড়ায় আমার যাত্রা জুড়ে অবিচ্ছেদ্য অংশ হওয়ার জন্য যা লালিত স্মৃতির দিকে নিয়ে যায়।বাঁকুড়ার প্রতি ভালোবাসা ও উষ্ণ শুভেচ্ছা রইল।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct