রাকিবুল ইসলাম, হরিহরপাড়া, আপনজন: একইসঙ্গে সেপটিক ট্যাংকে পড়ে মৃত্যু হল তিনজনের। শোকের ছায়া এলাকায়। ঘটনাটি ঘটেছে সোমবার সাত সকালে মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার মাদারতলা এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায় আরসেলিম শেখের বাড়িতে সেপটিক ট্যাংকের কাজ করতে গিয়ে প্রথমে একজন পড়ে যায় তারপরে তাকে উদ্ধার করতে গিয়ে আরও তিনজন ওই সেপটিক ট্যাংকে নামলে অক্সিজেনের অভাবে অজ্ঞান হয়ে যায় চারজনেই, উদ্ধারের কাজ করতে গিয়ে এই ঘটনায় আহত হয় আরো একজন। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় হরিহরপাড়ার বিডিও এবং আইসি অমিত নন্দী। স্থানীয়দের এবং প্রশাসনের সহযোগিতায় মাটিকাটা যন্ত্রাংশ জেসিপি দিয়ে তড়িঘড়ি উদ্ধার করে অ্যাম্বুলেন্সে এবং বিডিওর গাড়িতে করে হরিহরপাড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হলে তিনজনকে মৃত বলে ঘোষণা করে কর্তব্যরত চিকিৎসকরা। দুজনের অবস্থার অবনতি হলে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করে। এই ঘটনায় পরিবারসহ এলাকা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। মৃত ব্যক্তিদের নাম মনিরুল শেখ, রজব আলী, মাজু বিশ্বাস মৃত ব্যক্তিদের প্রত্যেকের বাড়ি হরিহরপাড়ার মাদারতলা এলাকায় এলাকায়। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। ঘটনার খবর পেয়ে হরিহরপাড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ছুটে যান হরিহরপাড়ার বিধায়ক নিয়ামত শেখ, দুই জেলা পরিষদের সদস্য জিলার রহমান, শামসুজ্জোহা বিশ্বাস সহ জনপ্রতিনিধি। বিধায়ক নিয়ামত শেখ রীতির পরিবারের সঙ্গে দেখা করে সমবেদনা জানান এবং পরিবারের পাশে থাকা এবং সরকারিভাবে আর্থিক সাহায্য করার আশ্বাস দেন তিনি। বিডিও রাজা ভৌমিক বলেন খুবই দুঃখজনক ঘটনা সকালে খবর পাওয়ার সঙ্গে সঙ্গে সেখানে ছুটে যাই সেখানে গিয়ে দেখি সেপটিক ট্যাংকের ভেতরে পড়ে রয়েছে তারপরে স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হলে তিনজনকে মৃত বলে ঘোষণা করে চিকিৎসকরা। ইতিমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে সরকারি আর্থিক সহযোগিতার জন্য বলে জানান তিনি।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct