আপনজন ডেস্ক: দুই বছর আগে সর্বশেষ ওয়ানডে খেলা পেসার নাভিন উল হককে ফিরিয়ে বিশ্বকাপ দলে চমক দিয়েছে আফগানিস্তান। আজ ঘোষিত ১৫ সদস্যের দলে জায়গা হয়নি অভিজ্ঞ গুলবদিন নাইবের। চোট কাটিয়ে ফিরেছেন আজমতউল্লাহ ওমরজাই। আগের মতোই দলকে নেতৃত্ব দেবেন হাশমতউল্লাহ শহীদি।৭ ওয়ানডের ক্যারিয়ারে সর্বশেষ ম্যাচটি নাভিন খেলেছিলেন ২০২১ সালের জানুয়ারিতে। ২৩ বছর বয়সী এ পেসার এরপর কোনো লিস্ট ‘এ’ ম্যাচেও খেলেননি। এমনকি গত বছরের শুরুতে ওয়ানডে থেকে বিরতি নেওয়ার কথাও জানিয়েছিলেন তিনি। এবার তাঁকেই বেছে নেওয়া হয়েছে। নাভিনের সঙ্গে দলে এসেছেন ওমরজাইও। চোটের কারণে এশিয়া কাপে ছিলেন না তিনি।এশিয়া কাপের আগে পাকিস্তানের বিপক্ষ সিরিজ দিয়ে দলে ফিরেছিলেন নাইব। প্রথম ম্যাচে ওপেনারদের উইকেট নিয়েছিলেন। সর্বশেষ শ্রীলঙ্কার বিপক্ষে এশিয়া কাপের ম্যাচে নেন ৪ উইকেট। কিন্তু বিশ্বকাপ দলে জায়গা হলো না গতবারের অধিনায়কের। তাঁকে রাখা হয়েছে রিজার্ভ হিসেবে। এশিয়া কাপের দল থেকে নাইব ছাড়াও বাদ পড়েছেন করিম জানাত, শরাফউদ্দিন আশরাফ ও সুলিমান সাফি। প্রায় ছয় বছর পর ওয়ানডেতে ফিরেছিলেন জানাত। তাঁদের মধ্যে শরাফউদ্দিনকেও রাখা হয়েছে রিজার্ভ হিসেবে।গত বিশ্বকাপে আফগানিস্তানকে নেতৃত্ব দেওয়া নাইব এবার আছেন রিজার্ভ হিসেবে এএফপিস্পিনে আগের মতোই রশিদ খান, মোহাম্মদ নবীর সঙ্গে ভরসা রাখা হয়েছে বাঁহাতি রিস্ট স্পিনার নুর আহমেদের ওপর। আছেন অভিজ্ঞ অলরাউন্ডার ও সাবেক অধিনায়ক মোহাম্মদ নবীও। নাভিন যোগ দিচ্ছেন ফজলহক ফারুকি, আব্দুল রেহমান ও ওমরজাইকে নিয়ে গড়া পেস আক্রমণে।এ নিয়ে টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপ খেলতে যাচ্ছে আফগানিস্তান। বিশ্বকাপ সুপার লিগ দিয়ে এবার সরাসরিই বিশ্বকাপে জায়গা করে নিয়েছে তারা।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct