আপনজন ডেস্ক: মরক্কোয় শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা ২ হাজার ছাড়িয়ে গেছে। আহত হয়েছেন আরও দুই হাজার মানুষ। তাদের মধ্যে অনেকের অবস্থাই গুরুতর। হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছেন তারা। তিন দিনের জাতীয় শোক ঘোষণা করেছেন মরক্কোর রাজা ষষ্ঠ মহামেদ। এ সময় সব সরকারি ভবনে পতাকা অর্ধনমিত রাখা হবে। উদ্ধারকাজে সেনাবাহিনী নামানো হয়েছে। ধসে পড়া ভবনগুলোর নিচে এখনো অনেকে চাপা পড়ে রয়েছেন বলে ধারণা করা হচ্ছে। ফলে হতাহতের সংখ্যা আরো বাড়ার আশঙ্কা রয়েছে।
সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, মরক্কোর অ্যাটলাস পর্বতমালার তাফেঘাঘতে গ্রামের প্রথম যে বাসিন্দার সাথে তাদের দেখা হয়, তিনি তাদের গ্রামের পরিস্থিতির একটা আনুমানিক ধারণা দিচ্ছিলেন। তিনি বলেন, এই গ্রামের সব মানুষ হয় হাসপাতালে, আর না হয় মৃত।প্রতিবেদনে বলা হয়, গ্রামের ২০০ জন বাসিন্দার মধ্যে ৯০ জনের মৃত্যুর খবর সম্পর্কে নিশ্চিত হওয়া গেছে। আরো অনেকেই এখনো নিখোঁজ রয়েছেন।ধ্বংসস্তূপের মাঝে দাঁড়িয়ে থাকা হাসান আমাদের বলছিলেন, তারা (নিখোঁজরা) সরে যাওয়ার সুযোগ পায়নি। তাদের হাতে নিজেদের বাঁচানোর সময়ও ছিল না।হাসান বলছিলেন, তার চাচা এখনো ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে। তাকে সেখান থেকে বের করার কোনো সম্ভাবনাও নেই।গ্রামে কারো কাছে এই মাত্রার ধ্বংসস্তূপ খোড়ার যন্ত্রপাতি নেই। আর তিন দিন হয়ে গেলেও এখন পর্যন্ত বাইরে থেকে বিশেষজ্ঞরাও এসে পৌঁছায়নি। আল্লাহ আমাদের এই পরিস্থিতির মুখোমুখি করেছেন এবং আমরা সবকিছুর জন্য আল্লাহকে ধন্যবাদ জানাই। কিন্তু এখন আমাদের সরকারের সহায়তা দরকার। তারা মানুষকে সাহায্য করার বিষয়ে অনেক দেরি করে ফেলেছে’, বলছিলেন তিনি।হাসান বলছিলেন যে মরক্কোর কর্তৃপক্ষের উচিৎ সব ধরনের আন্তর্জাতিক সহায়তা গ্রহণ করা।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct