নিজস্ব প্রতিবেদক, মালদা: দুয়ারে গঙ্গা । একের পর এক পাকা বাড়ি গঙ্গার গর্ভে বিলীন হয়ে যাচ্ছে। পাকা বাড়ি ভাঙছে বাসিন্দারা। চারিদিকে ধ্বংসের স্তুপ। দিশেহারা মালদার রতুয়া ১নং ব্লকের মহানন্দাটোলার বাসিন্দারা। বৃহস্পতিবার বিকেল চারটে থেকে শুরু হয়েছে গঙ্গা নদীর ভাঙন।ঘন্টা দুয়েক তীব্র ভাঙনের ফলে বাসিন্দাদের দুয়ারে গঙ্গার জল বইছে । একের পর এক পাকা বাড়ি গিলে নিচ্ছে গঙ্গা নদী। রতুয়া ১নং ব্লকে কান্থুটোলা ও শ্রীকান্তিটোলা গ্রামের প্রায় দুই হাজারের বেশী পরিবার গৃহহীন হয়ে পড়েছেন। তবে এখনও প্রশাসনের পক্ষ থেকে কোন ব্যবস্থা গ্রহণ করা হয় নি গৃহহীনদের জন্য। তাই সারারাত তারা খোলা আকাশের নীচে কাটিয়েছেন। অভুক্ত হয়ে রাত জেগেই গঙ্গার ছোবল থেকে শেষ সম্বলটুকু বাঁচিয়ে রাখার চেষ্টা করছেন। ওই এলাকার ২০০ টি বাড়ি গঙ্গা নদী বক্ষে। এমতাবস্থায়ী তে দাঁড়িয়ে কেউ অপর কারোর বাড়িতে উঠানে আসতে নিয়েছেন কেউবা দূরে কোথাও চলে যাচ্ছেন। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ তারা একাধিকবার স্থানীয় ভিডিওর সঙ্গে দেখা করেছেন এবং জেলাশাসকের কাছে দরবার করেছেন। কিন্তু প্রত্যেক আধিকারিক সময় চেয়েছেন। আর সেই সময়ের মাঝে গঙ্গা রতুয়া অঞ্চলে গ্রাস করছে একের পর বাড়ি। খোলা আকাশের নিচে চোখের জল নিয়ে তাই এক অজানা আতঙ্কে দিন কাটাচ্ছে ওই ২০০ টি বাড়ির সদস্যরা।।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct