আরবাজ মোল্লা, নদিয়া: নদিয়ার নাকাশীপাড়া নিজের বাড়িতে মা বাবার সামনে এক তৃণমূল কর্মীকে গুলি করে খুন করলো দুস্কৃতিরা। নিহত কে উদ্ধার করতে গিয়ে আহত তৃণমূল গ্রাম পঞ্চায়েত প্রাক্তন সদস্য ও বুথ সভাপতি তিন জনকে উদ্ধার করে বেথুয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা এক জনকে মৃত বলে জানায়। গ্রাম পঞ্চায়েতের সদস্য বর্তমান শক্তিনগর জেলা হাসপাতালে চিকিৎসাধীন।মৃত তৃণমূল কর্মীর নাম মাতিজুল দফদার,আহতদের নাম মহৎআলি দফাদার ও মেন্টু দফতর। মৃতের বাবা মহিম দফাদার বলেন, বুধবার সকালে বাড়ির বসে চা খাচ্ছিলাম তখন বেশ কয়েকজন
তৃণমূল কর্মীর বাড়িতে ঢুকে গুলি চালানো ও ধাঁরালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি আঘাত করার অভিযোগ উঠল তৃণমূলেরই অন্যান্য কর্মী সমর্থকদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে নদিয়ার নাকাশিপাড়া থানার ধনঞ্জয়পুর গ্রাম পঞ্চায়েতের ধাপারিয়া গ্রামে। অভিযোগ মঙ্গলবার একটি বিয়ে বাড়িতে তৃণমূল কংগ্রেস ও সিপিআইএম কংগ্রেস জোট সদস্যদের মধ্যে বচসার সৃষ্টি হয়।ধাপারিয়া গ্রামে সিপিআইএম কংগ্রেস জোট সমর্থিত ১ কর্মীর বাড়ির পাশে বসবাস করেন তৃণমূলের প্রাক্তন মেম্বার ও বর্তমান বুথ সভাপতি মহৎআলি দফাদার বসবাস করেন। অভিযোগ,বুথ সভাপতি মহৎআলী দফাদার প্রতিবেশী সিপি (আই)এম কংগ্রেস জোট সমর্থিত কর্মীকে নানাভাবে সহযোগিতা করছেন এই সন্দেহে তৃণমূলেরই কয়েকজন সমর্থক ধারালো অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে তার বাড়িতে হামলা চালায়। দুষ্কৃতিদের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম হন মহৎআলী দফাদারের পরিবারের ৩ সদস্য। তড়িঘড়ি তাদের আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে বেথুয়াডহরী গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে মাতিয়াজুল দফাদার (৩৫) নামের একজনকে ডাক্তাররা মৃত বলে ঘোষণা করেন। মৃত ঐ ব্যক্তি বুথ সভাপতি তৃণমূল মহৎআলী দফাদারের সম্পর্কে ভাইপো হয় বলে জানা গিয়েছে পরিবার সূত্রে। পাশাপাশি ওই ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি আঘাত করার পাশাপাশি গুলি করা হয়েছে বলে অভিযোগ পরিবার সদস্যদের। ঘটনায় গুরুতর জখম অবস্থায় অপর দুজন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। সাত সকালে ঘটে যাওয়া এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র আতঙ্কের সৃষ্টি হয় এলাকা জুড়ে। সম্পূর্ণ বিষয়টির তদন্ত শুরু করেছে নাকাশিপাড়া থানার পুলিশ।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct