এম মেহেদী সানি, দেগঙ্গা, আপনজন: গ্রাম পঞ্চায়েত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার আসনে তৃণমূল কংগ্রেস যেভাবে নতুন মুখ সামনে এনেছিল তাতে অনেকেই ধারণা করেছিলেন গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপ-প্রধান ,পঞ্চায়েত সমিতির সভাপতি, সহ-সভাপতি সহ জেলা পরিষদের সভাপতি, সহ-সভাপতি পদেও অনেক নয়া মুখ দেখা যাবে ৷ সেই ধারণাই সত্যি হল, উত্তর ২৪ পরগনা জেলার বহু গ্রাম পঞ্চায়েতের প্রধান হিসাবে শপথ নিয়েছেন অনুর্ধ তিরিশের যুবক-যুবতীরা ৷ দলীয় সিদ্ধান্তে এবং সর্বসম্মতিক্রমে দেগঙ্গা ব্লকের সোহাই শ্বেতপুর গ্রাম পঞ্চায়েতের নবনির্বাচিত প্রধান হিসেবে শপথ গ্রহণ করেছেন ২৮ বছরের ইত্তেসাম খাতুন ৷ রাজনৈতিক অভিজ্ঞতা না থাকলেও উচ্চশিক্ষিতা ইত্তেসামের লক্ষ্য এলাকার উন্নয়ন করা ৷ গ্রাম পঞ্চায়েতের একটি আসনে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জীবনে প্রথমবার প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ পায় ইত্তেসাম খাতুন৷ ভোটের লড়াইয়ে বিজয়ী ঘোষণা হতেই দলীয় সিদ্ধান্তে সর্বসম্মতিক্রমে সোহাই শ্বেতপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান নির্বাচিত হন তিনি ৷ পঞ্চায়েত এলাকার দলমত, জাতি-ধর্ম নির্বিশেষে সমস্ত নাগরিককে সুষ্ঠু পরিষেবা দেওয়ার লক্ষ্যে এবং এলাকার উন্নয়নকে ত্বরান্বিত করতে একাধিক কর্মসূচি সাজাচ্ছেন বলে জানিয়েছেন প্রধান ইত্তেসাম খাতুন তিনি বলেন, ‘আমার প্রথম কাজ হবে এলাকার রাস্তাঘাট, পানীয় জল, জল নিকাশি ব্যবস্থা, আলো, এলাকার সৌন্দর্যায়নের ক্ষেত্রে উন্নয়ন করা ৷ পাশাপাশি রাজ্য সরকারের জনকল্যাণমূলক সমস্ত প্রকল্প থেকে এলাকার কোনো নাগরিক যাতে বাদ না যায়, সেজন্য যথাযথ উদ্যোগ গ্রহণের কথা জানিয়েছেন নবনির্বাচিত প্রধান ইত্তেসাম খাতুন ৷
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct