আপনজন ডেস্ক: কে হবেন এবারের ওয়ানডে বিশ্বকাপের সেরা ব্যাটসম্যান? অক্টোবর-নভেম্বরে হতে যাওয়া বিশ্বকাপটি যেহেতু ভারতে, অনেকেই এ প্রশ্নের উত্তরে বিরাট কোহলি কিংবা রোহিত শার্মার নাম বেছে নেবেন। কেউ হয়তো স্টিভ স্মিথ বা জো রুটের পক্ষে ভোট দেবেন। বাবর আজম, কেন উইলিয়ামসনের নামও আসতে পারে। মজার ব্যাপার হলো, দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি অলরাউন্ডার জ্যাক ক্যালিসের বিশ্বকাপের সম্ভাব্য সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় তাঁদের কেউ নেই। তাঁর পছন্দ ইংল্যান্ডের অধিনায়ক জস বাটলার। ৫ অক্টোবর শুরু হতে যাওয়া বিশ্বকাপ হতে পারে বাটলারের, আইসিসির এক ভিডিওতে এমন ভবিষ্যদ্বাণী করেন ক্যালিস, ‘আমার মনে হয়, জস বাটলার বিশ্বকাপে সবচেয়ে বেশি রান করবে।’ নামটা যে একটু ব্যতিক্রম, তা ক্যালিসও জানেন। কিন্তু তাঁর যুক্তি, ‘বাটলারের নাম সবাই নেবে না, তা জানি। তবে ভারতের কন্ডিশনে তার ভালো করার সম্ভাবনা বেশি।’ বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডও বিশ্বকাপে দাপট দেখাবে, সে কথাও যোগ করেছেন তিনি, ‘ইংল্যান্ডের বিশ্বকাপে ভালো সময় কাটাবে। আর বাটলারই হবে ইংল্যান্ডের সেই ক্রিকেটার, যার পারফরম্যান্স ইংল্যান্ডকে বাকিদের থেকে আলাদা করবে।’২০১৯ সালের ওয়ানডে বিশ্বকাপ জয়েও বাটলারের ভূমিকা ছিল চোখে পড়ার মতো। চার বছর আগে ঘরের মাঠের সেই বিশ্বকাপে ১১ ম্যাচ খেলে বাটলার ৩১২ রান করেন, গড় ৩৪.৬৬, স্ট্রাইক রেট ১২২.৮৩। গত বিশ্বকাপে বাটলারের একটি সেঞ্চুরি ও দুটি ফিফটি ছিল।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct