আপনজন ডেস্ক: পাকিস্তানে পূর্ব পাঞ্জাবের বিস্তীর্ণ এলাকা জলের তলায় চলে গেছে। এক লাখেরও বেশি মানুষকে উদ্ধার করা হয়েছে। পাঞ্জাবে জরুরি পরিষেবা বিভাগের মুখপাত্র ফারুক আহমেদ জানিয়েছেন, নৌকা মানুষকে উদ্ধার করছে। এখনো পর্যন্ত এক লাখের বেশি মানুষ উদ্ধার হয়েছে। পাকিস্তানের প্রধান আবহাওয়াবিদ মুহাম্মদ আসলাম বলেছেন, গত ৩৫ বছরে নদীর জলের স্তর এতটা বাড়েনি। গত জুন মাস থেকে শুরু হওয়া বন্যায় এখনো পর্যন্ত ১৭৫ জনের বেশি মানুষ মারা গেছেন।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct