শামিম মোল্যা, বসিরহাট, আপনজন: উত্তর ২৪ পরগনা জেলায় টাকি পৌরসভায় ভাইস চেয়ারম্যানের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে পদত্যাগ করলেন তৃণমূলের পাঁচ কাউন্সিলর । রাজ্য বিধানসভায় গিয়ে জেলার মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের কাছে পদত্যাগ পত্র পেশ করেন পাঁচজন তৃণমূলের কাউন্সিলর। অার বসিরহাট মহকুমা শাসকের কাছেও তাঁরা পদত্যাগ পত্র জমা দিয়েছেন বলে জানা গিয়েছে। তাঁদের অভিযোগ, টাকি পৌরসভা এলাকায় ভাইস চেয়ারম্যান ফারুক গাজি তাদের বিভিন্ন কাজে বাধা সৃষ্টি করেন প্রতিনিয়ত । এর প্রতিবাদ করলে দেখানো হয় ভয় এবং মারধর এমনটাই অভিযোগ তৃণমূলের এই পাঁচ কাউন্সিলরের। উল্লেখ্য, টাকি পৌরসভায় মোট ১৬ টি আসন রয়েছে, যাঁর মধ্যে ১৪ টি আসন তৃণমূলের দখলে ছিল। ২টি আসন পেয়ে বিরোধী আসনে রয়েছে বিজেপি। তবে পাঁচজন প্রার্থী একসঙ্গে পদত্যাগ করায় তৃণমূলের কাউন্সিলর সংখ্যা বর্তমানে নয় জন। যদিও পদত্যাগ করে তৃণমূলের এই পাঁচ কাউন্সির অন্য দলে যোগ দেবেন কিনা সে ব্যাপারে কোনও মত প্রকাশ করেননি। অন্যদিকে, টাকি পৌরসভার ভাইস চেয়ারম্যান ফারুক গাজীর সঙ্গে যোগাযোগ করা যায়নি, এমনকি ফোনে পাওয়া যায়নি। তবে জেলায় গোষ্ঠী কোন্দলের বিষয়টি এবার প্রকাশ্যে চলে আসায় চরম অস্বস্তিতে শাসক দল তৃণমূল কংগ্রেস।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct