নাজিম আক্তার, হরিশ্চন্দ্রপুর, আপনজন: দীর্ঘ এক মাস শিবিরে থাকার পর কঠোর পুলিশি নিরাপত্তার মধ্য দিয়ে বোর্ড গঠন করল হরিশ্চন্দ্রপুর-১ নং ব্লকের তুলসীহাটা ও ভিঙ্গল গ্রাম পঞ্চায়েতে বাম কংগ্রেস জোট। খুশিতে বাঁধ ভাঙা উচ্ছাস দেখা যায় বাম কংগ্রেস জোট ও বিজেপির সমর্থকদের মধ্যে। বুধবার ছিল হরিশ্চন্দ্রপুর-১ নং ব্লকের তুলসীহাটা,বরুই ও ভিঙ্গল গ্রাম পঞ্চায়েতে বোর্ড গঠন।তুলসীহাটা গ্রাম পঞ্চায়েতে বিজেপিকে সঙ্গে নিয়ে বোর্ড গঠন করে বাম কংগ্রেস জোট। সিপিআইএম প্রার্থী সোমা খাতুনকে করা হয় প্রধান ও বিজেপি প্রার্থী দৈমন্তী দাসকে করা হয় উপ প্রধান। অপরদিকে ভিঙ্গল গ্রাম পঞ্চায়েতও বোর্ড গঠন করল বাম কংগ্রেস জোট। কংগ্রেস প্রার্থী বর্ষা বসাকে প্রধান ও সিপিআইএম প্রার্থী আবু জোহর কে করা হয় উপ প্রধান। বাম কংগ্রেস জোট ও তৃণমূলের সংঘর্ষে বরুই গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠন স্থগিত রাখা হয়। তুলসীহাটা পঞ্চায়েতে মোট ২৫টি আসনের মধ্যে কংগ্রেস পায় ৪ টি, সিপিআইএম পায় ৮ টি, বিজেপি পায় ৬ টি এবং তৃণমূল পায় ৭ টি আসন। বাম-কংগ্রেস জোট বিজেপিকে নিয়ে পঞ্চায়েত বোর্ড গঠন করলেন। ভিঙ্গল গ্রাম পঞ্চায়েতে মোট আসন সংখ্যা ১৯ টি। তৃনমূল পেয়েছে ৬ টি,জোট পেয়েছে ১০ টি ও বিজেপি পেয়েছে ৩ টি। এদিন জোট বোর্ড গঠন করেন।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct