আপনজন ডেস্ক: ইন্টার মিয়ামি যেন হয়ে উঠছে সাবেক বার্সেলোনা তারকাদের মিলনমেলা। লিওনেল মেসি, সার্জিও বুসকেটস, কোচ জেরার্ডো মার্টিনোর পর যুক্তরাষ্ট্রের মেজর লীগ সকারের (এমএলএস) ক্লাবটিতে যোগ দিলেন জর্ডি আলবা। আরেক সাবেক বার্সা তারকা লুইস সুয়ারেজেরও অপেক্ষায় রয়েছে মিয়ামি। বুসকেটসের মতোই সদ্য সমাপ্ত মৌসুম দিয়ে বার্সেলোনা থেকে বিদায় নেন আলবা। ইন্টার মিয়ামির প্রেসিডেন্ট হোর্হে মাস মঙ্গলবার সংবাদমাধ্যমকে বলেন, ‘জর্ডি এর মধ্যেই চুক্তি করে ফেলেছে এবং কয়েক দিনের মধ্যে দলে যোগ দেবে। তার ওপর ভরসা রাখছেন টাটা (কোচ জেরার্ডো মার্ঢিনো)।’বার্সেলোনার হয়ে ১১ বছরের ক্যারিয়ারে সাড়ে চারশ’র বেশি ম্যাচ খেলে বর্ণাঢ্য অধ্যায়ের ইতি টানেন আলবা। কাতালান ক্লাবটিতে একটি চ্যাম্পিয়ন্স লীগ, একটি ক্লাব বিশ্বকাপ, ৬টি লা লিগা, ৫টি কোপা দেল রে, চারটি স্প্যানিশ সুপার কাপ ও ১টি উয়েফা সুপার কাপ জিতেছেন ৩৪ বছর বয়সী এই লেফট ব্যাক। স্পেন জাতীয় দলের এখনকার অধিনায়ক তিনি। আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন ৯৩টি। ক’দিন আগেই জিতেছেন উয়েফা নেশন্স লীগ। ২০১২ ইউরো জয়ী দলেরও সদস্য ছিলেন তিনি। আলবার মিয়ামিতে যোগ দেওয়া নিয়ে গুঞ্জন ছিল বেশ কিছুদিন থেকেই। সেটি সত্যি হওয়ার পর এখন লুইস সুয়ারেজকে নিয়ে গুঞ্জনও জোরালো হয়েছে। উরুগুয়ের ৩৬ বছর বয়সী স্ট্রাইকার এখন খেলছেন ব্রাজিলিয়ান ক্লাব গ্রেমিওতে। মেসি-বুসকেটসদের ঘনিষ্ঠ এই তারকার ইন্টার মিয়ামিতে যোগ দেওয়া নিয়ে আলোচনা ছিল আগেও। তবে তখন তা উড়িয়ে দিয়েছিলেন ক্লাব প্রধান হোর্হে মাস। এখন সেই মাসের কণ্ঠে অন্য সুর। তিনি বলেন, ‘আমি ঠিক জানি না, লুইস সুয়ারেস কীভাবে গ্রেমিও ছাড়তে পারে। তবে সে যদি ছাড়ে, তাহলে আমরা তার সঙ্গে আলোচনা করতে পারি ও ইন্টার মিয়ামিতে আনতে পারি।’
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct