নিজস্ব প্রতিবেদক, কলকাতা, আপনজন: বিরোধীদের জয়ের আশা ক্ষীণ, এসব বলে যদি প্রধানমন্ত্রী নিজের সিট বাঁচাতে পারেন তো বাঁচান। যাদের ওপর মোদি অত্যাচার করেছেন তারা একসাথে হয়ে বলেছেন বিজেপি হটাও দেশ বাঁচাও। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রসঙ্গে এভাবেই মন্তব্য করেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। পরিবারতন্ত্র - পিসি ভাইপোর খোঁচা মোদির, এই প্রসঙ্গে ফিরহাদ হাকিম বলেন, উনার নিজের চেয়ার টলমল করছে তাই আতঙ্কে এই সমস্ত কথা বলছে। শুভেন্দু অধিকারীর আহ্বান প্রসঙ্গে তিনি বলেন, তার মানে বিরোধীরা কিরকম অসহায় হয়ে পড়েছে বুঝুন। এই সমস্ত করে কিছু লাভ নেই। বাংলার আওয়াজ ইতি মধ্যেই প্রতিধ্বনিত হচ্ছে ব্যাঙ্গালোরে। বাম কংগ্রেসের নিচুতলার কর্মীদের মধ্যে ক্ষোভ প্রসঙ্গে তিনি বলেন, এগুলো আলাদা আলাদা জিনিস। । যে রাজ্যে যেমন আছে, কেরলে বাম কংগ্রেসের মধ্যে লড়াই আছে, এখানে আমাদের সাথে আছে। কিন্তু ভারতকে বিজেপি শূন্য করতে সব নেতৃত্ব একসাথে গেছেন। এখানে আমি ,আমি চলবে না, আদানি আম্বানির নেতৃত্বে দেশ চলবে না স্পষ্ট দাবি ফিরহাদের ।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct