আপনজন ডেস্ক: একসময় শচীন টেন্ডুলকার, বীরেন্দর শেবাগদের সঙ্গে তুলনা করা হতো পৃথ্বী শ-কে। অথচ জাতীয় দলে সেভাবে থিতুও হতে পারেননি তিনি। বরাবরের মতো এবারের ওয়েস্ট ইন্ডিজ সিরিজেও ভারতীয় দলে ডাকা হয়নি পৃথ্বীকে। দলে ডাক না পেয়ে হতাশাগ্রস্ত তিনি। ২০২০ সালের ডিসেম্বরে অস্ট্রেলিয়ার বিপক্ষে জাতীয় দলের হয়ে শেষবার টেস্ট খেলেছিলেন পৃথ্বী। ২০২১ সালের জুলাইয়ের পর ওয়ানডেতেও ডাক পাননি তিনি। দল থেকে শেষবার কেন বাদ পড়েছেন, সেটার কারণও জানানো হয়নি পৃথ্বীকে। এ কারণেই বেশ কষ্ট পাচ্ছেন ভারতের এই ওপেনার। জাতীয় দল থেকে বাদ পড়ে ইতিমধ্যেই ভারতের ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে যোগ দিয়েছেন তিনি। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে পৃথ্বী বলেন, ‘আমি যখন ভারতের স্কোয়াড থেকে বাদ পড়লাম, তখন আমি এর কারণও জানতে পারিনি। কেউ একজন বলছিল, ফিটনেসের কারণে বাদ পড়ছি। তবে এটা ঠিক, এরপর আমি বেঙ্গালুরুতে আসি, এনসিএতে সবগুলো টেস্টে পাস করি। এরপর আবারো রান করি এবং টি-টোয়েন্টি দলে আবারো ডাক পাই। তারপর আবার ওয়েস্ট ইন্ডিজ সিরিজে দল থেকে বাদ পড়ি। এরপর অনেক হতাশ হয়েছিলাম, তবে আপনাকে সামনে এগিয়ে যেতে হবে। আমি তো বাদ পড়ে আর কিছু করতে পারি না।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct