এম ওয়াহেদুর রহমান: সারা জাহানের অধিকাংশ গণতান্ত্রিক দেশগুলোর মাঝে সংসদীয় গণতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রবর্তিত হয়েছে। আর এই সংসদীয় গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় বিরোধী দলের অস্তিত্ব তথা ভূমিকা অনস্বীকার্য। বিরোধী দল ব্যতীত সংসদীয় গণতন্ত্রের অস্তিত্ব বিমর্ষ হয়ে পড়ে। এই বিরোধী দল হল সংসদীয় গণতন্ত্রের একটি অন্যতম স্তম্ভ। সংসদীয় গণতন্ত্রের পীঠস্থান কিংবা মাতৃভূমি হলো গ্ৰেট ব্রিটেন। এই ব্রিটেনের সরকারকে বলা হয়’রাজা বা রানীর সরকার’এবং বিরোধী দলকে বলা হয়’রাজা বা রানীর বিরোধী দল’। সংসদীয় গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় সংখ্যাগরিষ্ঠ দল সাধারণতঃ সরকার গঠন করে আর সংখ্যালঘিষ্ঠ দল সংসদীয় গণতান্ত্রিক শাসন প্রতিষ্ঠায় গঠনমূলক উদ্যোগ গ্রহণ করে থাকে। সংখ্যাগরিষ্ঠ দলের নেতৃস্থানীয় ব্যক্তিদের নিয়ে গঠিত হয় মন্ত্রীসভা। মন্ত্রীসভা দেশের যাবতীয় কার্যকলাপ পরিচালনা করে থাকে। আর সংখ্যালঘিষ্ঠ দলকে সংসদীয় গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় বলা হয় ’ছায়া মন্ত্রীসভা’। এই ’ছায়া মন্ত্রীসভা’ ও সরকারি দলকে বিশেষ করে মন্ত্রীসভা কে সার্বিক ভাবে দেশ পরিচালনায় সাহায্য - সহযোগিতা করে থাকে। কিন্তু স্বাধীনোত্তর ভারতে প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় ১৯৫২ সালে। তারপর থেকে আজ পর্যন্ত ভারতীয় সংসদে শক্তিশালী ও সুসংহত বিরোধী দলের আবির্ভাব ঘটে নি। পূর্বে কংগ্রেস দলের প্রতিনিধিদের সংখ্যাগরিষ্ঠতা বিরোধী দলগুলির অস্তিত্বকে শক্তিহীন করে তুলেছে। বর্তমানে ভারতীয় জনতা পার্টির প্রতিনিধিদের সংখ্যাগরিষ্ঠতা বিরোধী দলের অস্তিত্বকে শক্তিহীন করে তুলেছে। সংসদীয় গণতন্ত্রের দেশ, ভারতের বিভিন্ন অঙ্গরাজ্য গুলিতে ও ক্রমশঃ বিরোধী দলের অস্তিত্ব বিপন্ন হয়ে পড়েছে যা সংসদীয় গণতান্ত্রিক শাসন ব্যবস্থার পক্ষে একটি অশনি সংকেত।
সংসদীয় গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় একাধিক রাজনৈতিক দলের অস্তিত্ব দেখা যায়। সরকারি ক্ষমতা দখলের জন্য রাজনৈতিক দলগুলি নির্বাচনী প্রতিদন্দিতার সামিল হয়। নির্বাচনোত্তর ফলাফলে যে দল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে থাকে, সেই দল সরকার পরিচালনা করে থাকে। আর যে দল কিংবা দলের সমস্টি সংখ্যালঘিষ্ঠ, সেই দল কিংবা দলের সমস্টি বিরোধী দলের ভূমিকা পালন করে থাকে। শক্তিশালী বিরোধী দলের অস্তিত্ব ভারতের সংসদীয় গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় ক্রমশঃ বিলীন হয়ে যাওয়ার অন্যতম কারণ হলো রাজনৈতিক দলত্যাগের ঘটনা। যদি ও এই প্রথা বন্ধের জন্য’দলত্যাগ বিরোধী আইন’প্রবর্তিত হয়েছে তবুও বাস্তবে তা সমূলে কার্যকর হয় নি। ভারতের রাজনৈতিক ব্যবস্থায় দলত্যাগ একটি ব্যাধি হিসেবে মাথা চাড়া দিয়ে উঠেছে। ভারতের কোনো বিশেষ রাজ্যে দলত্যাগ পূর্বে ও কেন্দ্রীভূত ছিল না কিংবা আজ ও নেই। বরং ভারত জুড়েই দলত্যাগের প্রতিকূল প্রতিক্রিয়া পরিলক্ষিত হচ্ছে। দলত্যাগীদের বোঝানোর জন্য একটি পরিহাসমূলক ’আয়ারাম - গয়ারাম’ কথাটি ও আজ ভারতীয় রাজনীতির অঙ্গনে বিস্তার লাভ করেছে। ভারতের জাতীয় রাজনীতির অঙ্গন তথা বিভিন্ন রাজ্য রাজনীতির অঙ্গনে বর্তমান প্রেক্ষাপটে ব্যাপক আলোড়ন তুলেছে’ঘোড়া - কেনাবেচা’র নীতি। এই কারণে রাজনৈতিক ব্যাবস্থায় অনিশ্চয়তা ও অস্থিতিশীলতা মারাত্মক আকার ধারণ করেছে। গণতান্ত্রিক প্রক্রিয়ার এই দুর্বলতা সরকারি কাঠামোর স্থিতিশীলতাকে ও নস্ট করে তুলেছে। দলত্যাগের রাজনীতি ভারতীয় গণতন্ত্রকে অনেকটাই বিপন্নের সমুক্ষীন করে তুলেছে। আসলে রাজনৈতিক সুবিধা ভোগের জন্যই হয়তো অনেকেই দলত্যাগের দিকে ঝুঁকে পড়েন। অনেক সময় মোটা অংকের আর্থিক প্রাপ্তিযোগের আকর্ষণ ও অনেককে প্রভাবিত করে থাকে। অনেক সময় দলীয় বীতশ্রদ্ধ হয়ে অনেকেই দলত্যাগ করে থাকেন। অনেক সময় কেন্দ্রের শাসক দল ও রাজের শাসন ক্ষমতা দখলের লক্ষ্যে বিরোধী দলের সদস্যদের বিভিন্ন কৌশলে দলত্যাগ করে থাকে। এই দলত্যাগের জন্য অনেক ক্ষেত্রে রাজনৈতিক জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। সংসদীয় গণতান্ত্রিক শাসন ব্যবস্থা কখনই’বিরোধী শূন্য’কিংবা শক্তিশালী বিরোধী দলের অস্তিত্ব ব্যতিরেকে কার্যকারী হতে পারে না। কেননা বিরোধী দলই সরকারের গণতান্ত্রিক চরিত্র বজায় রাখতে কিংবা সরকার কে গণমূখী ভূমিকা পালনে বাধ্য করে থাকে। এই বিরোধী দলই সরকার কে দূর্নীতিমুক্ত রাখতে সাহায্য করে থাকে। বিরোধী দল সরকারের সমালোচনা ও বিরোধীতার সাথে সাথে সরকারের সঙ্গে সহযোগিতা ও করে থাকে। কিন্তু শক্তিশালী বিরোধী দলের অস্তিত্ব হীনতার ফলস্বরূপ দেখা যাচ্ছে রাজনৈতিক সংস্কৃতি ও মূল্যবোধের ক্ষেত্রে সংকটাপনন্ন পরিস্থিতি। সংসদীয় গণতান্ত্রিক শাসন ব্যবস্থা আসলে শাসক দল ও বিরোধী দলের পারস্পরিক বোঝাপড়ার ভিত্তিতে পরিচালিত হয়। ক্ষমতাসীন দল কে স্বীকার করে নিতে হয় যে সংখ্যালঘিষ্ঠদের সরকার বিরোধী সমালোচনার অধিকার আছে। তেমনি আবার বিরোধী পক্ষ কেও স্বীকার করে নিতে হয় যে সংখ্যাগরিষ্ঠ শাসক দলের দেশের শাসনকার্য পরিচালনার অধিকার আছে। তাই শক্তিশালী বিরোধী দলের অস্তিত্ব ছাড়া গণতন্ত্র কিংবা সংসদীয় গণতান্ত্রিক শাসন ব্যবস্থা কখনই সফলতা অর্জন করতে পারে না।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct