আপনজন ডেস্ক: ভারী বৃষ্টির কবলে পড়ে নাকাল জাপান। পরিস্থিতি বিবেচনায় ২০ লাখ বাসিন্দাকে সরিয়ে নেয়ার সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ। তারা জানিয়েছে, তীব্র বৃষ্টিতে একজনের মৃত্যু হয়েছে। নিখোঁজ আছেন একজন। তীব্র মৌসুমী বৃষ্টির কারণে শনিবার পশ্চিম, মধ্য এবং পূর্ব জাপানে ভূমিধস, বন্যা এবং অন্যান্য বিপর্যয়ের বিষয়ে সতর্ক করেছে দেশটির আবহাওয়া সংস্থা। স্থানীয় একজন পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, ইয়ামাগুচি প্রিফেকচারে নদীতে ভেসে যাওয়া একটি গাড়ির ভেতরে এক ব্যক্তিকে মৃত অবস্থায় পাওয়া গেছে।পশ্চিম ওইটা প্রিফেকচারের ইউফুতে নিখোঁজ আছেন ৭০ বছরের এক ব্যক্তি। ভূমিধসে ধ্বংসপ্রাপ্ত বাড়িতে তিনি বাস করতেন। উদ্ধারকর্মীরা এখনও যোগাযোগ করার চেষ্টা করছে। ফায়ার অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট এজেন্সি এক বিবৃতিতে জানিয়েছে, ওইটা এবং ইয়ামাগুচিসহ পশ্চিম জাপানের আটটি প্রিফেকচারে প্রায় ১৮ লাখ ৫৫ হাজার বাসিন্দাদের অ-বাধ্যতামূলক সরিয়ে নেয়ার আদেশ জারি হয়েছে। বিজ্ঞানীরা বলছেন, জলবায়ু সংকট জাপানসহ বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টিপাত হচ্ছে। কারণ এ সময়ে উষ্ণ বায়ুমণ্ডলে বেশি পানি থাকে। প্রবল বৃষ্টিপাতে ২০২১ সালে আটামি শহরে ভয়াবহ ভূমিধস হলে ২৭ জন নিহত হয়।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct