আপনজন ডেস্ক: গরম কালে সাধারণত ফ্রিজের বিক্রি বেশি হয়। বাকি সিজনে ফ্রিজের বিক্রি সেভাবে থাকে না। তবে এবারে এই বর্ষার মধ্যে হঠাৎ বিক্রি বেড়েছে ফ্রিজের পাশাপাশি ডিপ ফ্রিজের। এর পিছনে রয়েছে কোরবানির ঈদ।যার ফলে ভারত ও বাংলাদেশজুড়ে রাতারাতি বেড়েছে ফ্রিজ বিক্রির চাহিদা। বিশেষ করে ডিপ ফ্রিজের চাহিদা বেড়েছে। বিক্রেতারা বলছেন, ডলার ও কাঁচামালের মূল্যবৃদ্ধিতে ১০ থেকে ১৫ শতাংশ পর্যন্ত সব ধরনের ফ্রিজের দাম বেড়ে গেছে। তা সত্ত্বেও কোরবানির ঈদে ডিপ ফ্রিজের বিক্রির রেশ বজায় রয়েছে। এই মুহূর্তে বিভিন্ন ব্র্যান্ডের শোরুমে দেখা গেছে, কোরবানির ঈদকে ঘিরে দেশি-বিদেশি ব্র্যান্ডগুলো সব শ্রেণির ক্রেতাকে লক্ষ্য করে ছাড়সহ নানা অফার দিচ্ছে। বিক্রেতারা বলছেন, বছরের স্বাভাবিক সময়ে যে পরিমাণ ফ্রিজ বিক্রি হয়, শুধু দুটি ঈদকে ঘিরেই এর চেয়ে বেশি ফ্রিজ বিক্রি হয়ে থাকে। একসময় ক্রেতারা শুধু দামের বিষয়টি দেখত, এখন ফ্রিজ কেনার সময় দামের সঙ্গে বিদ্যুৎসাশ্রয়ী, ডিজাইন, কম্প্রেসর, বিক্রয়োত্তর সেবা ও আধুনিক প্রযুক্তির বিষয়টিকে গুরুত্ব দিয়ে থাকে। তবে অপেক্ষাকৃত কম দামে মোটামুটি ভালো মানের ফ্রিজ তৈরিতে সক্ষম হওয়ায় দেশি ব্র্যান্ডের ফ্রিজ জনপ্রিয় হচ্ছে। কোরবানির ঈদ উপলক্ষে নানা ডিজাইন ও রঙের ডিপ ও সাধারণ ফ্রিজ নিয়ে এসেছে দেশি-বিদেশি ব্র্যান্ডগুলো। ক্রেতা আকর্ষণের জন্য ফ্রিজ বিক্রিতে ছাড়, ডিজিটাল ক্যাম্পেইন, স্ক্র্যাচ কার্ড অফারসহ ১২ মাস পর্যন্ত সহজ কিস্তির সুবিধাও দেওয়া হয়েছে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct