আপনজন ডেস্ক: কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া রবিবার মহারাষ্ট্রের সাঙ্গলি জেলার কন্নড়ায় নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের সমালোচনা করে দাবি করেছেন, তার ৪০ বছরের রাজনৈতিক জীবনে মোদির মতো মিথ্যাবাদী প্রধানমন্ত্রী দেখেননি। কেন্দ্রে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকার ক্ষমতায় আসার আগে মোদি কী কী ‘আচ্ছে দিন’-এর প্রতিশ্রুতি দিয়েছিলেন তা নিয়ে প্রশ্ন তোলেন। বিজেপি ও সঙ্ঘ-পরিবারের বিরুদ্ধে অবিরাম আক্রমণ করে সিদ্দারামাইয়া বলেন, গেরুয়া দলগুলি দেশের মানুষের মধ্যে বিভাজন তৈরি করার চেষ্টা করছে। বিজেপির কারণে ভারতের সংবিধান ও গণতন্ত্র হুমকির মুখে পড়েছে। সিদ্দারামাইয়ার নেতৃত্বে কংগ্রেস কর্নাটকে ক্ষমতায় আসার পরে কর্নাটকের বাইরে তার প্রথম রাজনৈতিক সফর এটি। সিদ্দারামাইয়া বলেন, নরেন্দ্র মোদী সরকারকে পরাজিত করা এবং সংবিধান ও গণতন্ত্রকে রক্ষা করা প্রতিটি কংগ্রেস কর্মীর দায়িত্ব।
তিনি বলেন, আমার ৪০ বছরের রাজনৈতিক জীবনে আমি এমন কোনো প্রধানমন্ত্রী দেখিনি, যিনি মোদির মতো মিথ্যা কথা বলেন। মোদিকে নিশানা করে তার প্রশ্ন, ২০১৪ সালে তিনি (মোদি) মানুষের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১৫ লক্ষ টাকা জমা, দুই কোটি চাকরি এবং ভালো দিন আনার কথা বলেছিলেন। এ ধরনের কিছু কি ঘটেছে? তিনি বলেন, ‘মোদি ‘আচ্ছেদিন’-এর প্রতিশ্রুতি দিয়েছিলেন। পেট্রল, ডিজেল, রান্নার গ্যাসের দাম বহুগুণ বেড়ে গিয়েছে বলে উল্লেখ করে প্রশ্ন তোলেন, ‘ভালো দিন কা কিয়া হুয়া’। সিদ্দারামাইয়া তার প্রায় ৪৫ মিনিটের ভাষণে বলেন, মোদির জনপ্রিয়তা হ্রাস পাচ্ছে ও কর্নাটক নির্বাচনের ফলাফল থেকে এটি স্পষ্ট। মহারাষ্ট্র কংগ্রেস সিদ্দারামাইয়াকে একটি বিশাল সংবর্ধনা প্রদান করে যেখানে রাজ্য কংগ্রেস সভাপতি নানা পাটোলে, কংগ্রেস বিধায়ক দলের নেতা বালাসাহেব থোরাট এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী পৃথ্বীরাজ চৌহান সহ শীর্ষ নেতৃত্ব উপস্থিত ছিলেন। সিদ্দারামাইয়া আরও বলেন, বিজেপি মানেই দুর্নীতি, দুর্নীতি মানেই বিজেপি। কর্নাটকে বিজেপি ৪০ শতাংশ কমিশন সরকার চালাচ্ছিল। মহারাষ্ট্রের একনাথ শিন্ডে-দেবেন্দ্র ফড়নবিশ সরকারও দুর্নীতিগ্রস্ত বলে মন্তব্য করে তিনি বলেন, আগামী নির্বাচনে তাদের ক্ষমতা থেকে উৎখাত করতে হবে। তিনি কংগ্রেস নেতা-কর্মীদের দেশের প্রতিটি কোণে গিয়ে বিজেপির মুখোশ উন্মোচন করার আহ্বান জানান। তিনি আরও বলেন, কর্নাটক নির্বাচনের সময় আমি এবং (উপ-মুখ্যমন্ত্রী) ডি কে শিবকুমার রাজ্যের প্রতিটি কোণে ঘুরে ছিলাম। জনগণের কাছে বিজেপির পরিকল্পনা এবং তার দুর্নীতি ব্যাখ্যা করেছি। এর পুনরাবৃত্তি করতে হবে (২০২৪ সালের লোকসভা নির্বাচন এবং সামনে বিধানসভা নির্বাচনের সময়)। কন্নড় ভাষায় তার ভাষণ মারাঠি ভাষায় অনুবাদ করা হয়। ভাষণে সিদ্দারামাইয়া বলেন, বিজেপি এবং সঙ্ঘ-পরিবার ধর্ম, অঞ্চল, জাতি এবং ভাষার ভিত্তিতে মানুষকে বিভক্ত করার চেষ্টা করছে। কংগ্রেস কখনই সংবিধান পরিবর্তন হতে দেবে না এবং এটি রক্ষার জন্য সমস্ত কর্মীদের যে কোনও ত্যাগের জন্য প্রস্তুত থাকতে হবে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct