নিজস্ব প্রতিনিধি, খড়গপুর, আপনজন: করমন্ডল এক্সপ্রেসের ভয়াবহ দুর্ঘটনার রেশ এখনও কাটে নি। আতঙ্ক এখনও রয়েছে। এই আবহে ফের একটি যাত্রী বোঝাই লোকাল ট্রেন লাইনচ্যুত হল। ঘটনাটি ঘটেছে শনিবার রাতে মেদিনীপুর হাওড়া রেলশাখার গিরি ময়দান ও খড়গপুর স্টেশনের মাঝে কাটিং খোলি এলাকায়। ঘটনায় কয়েকজন জখম হয়েছেন বলে জানা গিয়েছে। যদিও এই ব্যাপারে আপাতত রেল কর্তৃপক্ষ মুখে কুলুপ এঁটেছে। রেলের খড়গপুর ডিভিশনের সিনিয়র ডিসিএম তথা জনসংযোগ আধিকারিক রাজেশ কুমার বললেন “ একটু পরে বলছি।” জানা গিয়েছে মেদিনীপুর থেকে এই লোকাল ট্রেনটি হাওড়া যাচ্ছিল। রাত নটা পাঁচ মিনিট নাগাদ ট্রেনটি মেদিনীপুর স্টেশন থেকে ছাড়ে। গিরি ময়দান স্টেশন পার হওয়ার কিছুক্ষণ পরে খড়গপুর স্টেশনের আগে কাটিং খোলি এলাকায় একটি বিদ্যুতের খুঁটিতে ধাক্কা মেরে ইঞ্জিন সহ বেশ কয়েকটি কামরা লাইনচ্যুত হয়ে যায়। এদিকে হঠাৎ ট্রেনটি লাইনচ্যুত হয়ে যাওয়ায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা ট্রেনে। ওই অন্ধকারের মধ্যে যাত্রীরা ট্রেন থেকে লাফ দিতে শুরু করেন। তাতেই অনেকে জখম হয়েছেন বলে জানা গিয়েছে। জখম কয়েকজনকে স্থানীয় মানুষজনের সহযোগিতায় দ্রুত খড়গপুর রেলওয়ে মেইন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আর যারা সুস্থ রয়েছেন তাঁরা কোনোক্রমে খড়গপুর স্টেশনে পৌঁছেছেন নিজেদের উদ্যোগে। অনিমেষ গাজর নামে পূর্ব মেদিনীপুর জেলার তমলুক পুরসভার মানিকতলা এলাকার বাসিন্দা এক রেলযাত্রী রীতিমতো উদ্বেগ প্রকাশ করে বললেন “ জানি না কিভাবে বাড়ি ফিরব।” এদিকে ঘটনাস্থলে রেলের খড়গপুর ডিভিশনের আধিকারিকরা পৌঁছেছেন। তবে ঘটনার কিভাবে হয়েছে সেই বিষয়ে রেলের তরফ থেকে তদন্ত হচ্ছে বলে জানানো হয়েছে। এই দুর্ঘটনার তরুণ এদিন ওই শাখায় গভীর রাত পর্যন্ত ট্রেন চলাচল স্বাভাবিকভাবে ব্যাহত হয়।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct