আপনজন ডেস্ক: আফগানিস্তানের একটি স্কুলে বিষক্রিয়ায় অসুস্থ হয়ে পড়লে ৮০ ছাত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে দেশটির একজন শিক্ষা কর্মকর্তা। আফগানিস্তানের উত্তরের সার-ই-পুল প্রদেশে শনিবার ও রবিবার এ ঘটনা ঘটেছে। শিক্ষার প্রাদেশিক বিভাগের পরিচালক মোহাম্মদ রহমানি বলেছেন, সাংচরক জেলায় প্রথম শ্রেণী থেকে ষষ্ঠ শ্রেণীর ছাত্রীদের মধ্যে বিষক্রিয়ার ঘটনা ঘটে। তিনি বলেন, নাসওয়ান-ই-কাবোদ আব স্কুলের ৬০ জন এবং নাসওয়ান-ই-ফৈজাবাদ স্কুলের আরো ১৭ জন শিশুকে বিষ দেওয়া হয়েছে। তিনি আরো বলেন, ‘দুটি প্রাথমিক বিদ্যালয়ই কাছাকাছি অবস্থিত এবং একে একে স্কুলগুলোকে লক্ষ্যবস্তু করা হয়। আমরা শিক্ষার্থীদের হাসপাতালে স্থানান্তরিত করেছি এবং এখন তারা সবাই ভালো আছে। ’ তদন্ত চলমান রয়েছে এবং প্রাথমিক তদন্তে জানা গেছে, এই কাণ্ড ঘটানোর জন্য কেউ তৃতীয় পক্ষকে অর্থ দিয়েছে। রাহমানি বিস্তারিতভাবে আর কিছু বলেননি।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct