এম মেহেদী সানি, বনগাঁ, আপনজন: শ্রমিকদের জন্য বরাদ্দ বিভিন্ন সরকারি সহায়তা পাইয়ে দিতে সারা বাংলা তৃণমূল নির্মান কর্মী ইউনিয়নের বনগাঁ সাংগঠনিক জেলার প্রথম বর্ষের সম্মেলন অনুষ্ঠিত হলো শুক্রবার ৷ নির্মাণ শ্রমিকদের জন্য যে সমস্ত সরকারি সুযোগ-সুবিধা রয়েছে সে সম্পর্কে শ্রমিকদের সচেতন করতে এবং নির্মাণ শ্রমিকদের পরিচয় পত্র প্রদানের লক্ষ্যে এই সম্মেলন অনুষ্ঠিত হয় ৷ বনগাঁ সাংগঠনিক জেলা আইএনটিটিইউসি’র সভাপতি নারায়ণ ঘোষের তত্বাবধানে ওই সন্মেলন উপস্থিত ছিলেন বনগাঁ সাংগঠনিক জেলার সহস্রাধিক নির্মাণ শ্রমিক ৷ আইএনটিটিইউসি’র জেলা অফিস প্রাঙ্গণ আয়োজিত ওই সন্মেলন বক্তব্য রাখেন নারায়ণ ঘোষ ছারাও বনগাঁ পৌরসভার চেয়ারম্যান ও তৃণমূল নেতা গোপাল শেঠ। সরকারি তরফে নির্মাণ কর্মীদের জন্য যে সমস্ত সুযোগ-সুবিধা রয়েছে এবং কিভাবে তাঁরা সেই সমস্ত সুবিধা পাবেন সংশ্লিষ্ট বিষয়ে বক্তব্য রাখেন লেবার কমিশনের আধিকারিক সাইদুল ইসলাম ৷
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct