অমরজিৎ সিংহ রায়, বালুরঘাট, আপনজন: বিশ্ব জুড়ে নাগরিক জীবনের ব্যস্ততার ফাঁকে পাখির ডাক শোনা যে অতি দুর্লভ, তা স্বীকার করেন অনেকেই৷ পাখিদের সঙ্গে মানুষের নিবিড় যোগাযোগ স্থাপনে আন্তর্জাতিক কলতান দিবসে একসঙ্গে পাখির কলতান শুনলেন প্রকৃতিপ্রেমীরা। আহ্বান জানালেন পাখি ও পরিবেশের বন্ধু হওয়ার জানা গিয়েছে, মে মাসের প্রথম রবিবার আন্তর্জাতিক কলতান দিবস হিসেবে পালন করা হয়। অর্থাৎ প্রকৃতিতে পাখিরা মিলে যে সুরের ঝর্ণা সৃষ্টি করে আজকে তার উদযাপনের দিন। দক্ষিণ দিনাজপুর বার্ডার্স ক্লাব, পরিবেশ প্রেমী সংস্থা দিশারী সংকল্প ও বালুরঘাট সাইকেল কমিউনিটি মিলে এই দিনটি উদযাপন করলো বালুরঘাটের পাশেই দোগাছি বনাঞ্চলে। বালুরঘাট থেকে সাইকেল চালিয়ে এই প্রকৃতি অভিযানে ছিল অযোধ্যা কালিদাসী বিদ্যালয়, বালুরঘাট উচ্চ বিদ্যালয় ও ললিত মোহন আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরাও। উপস্থিত ছিলেন মালদার দন্ত্য চিকিৎসক প্রান্তিক ভান্ডারী। দিশারী সংকল্প, দক্ষিণ দিনাজপুর বার্ডার্স ক্লাব, বালুরঘাট সাইকেল কভিউনিটির পক্ষে তুহিন শুভ্র মন্ডল, পাখিপ্রেমী সুমন ঘোষ, অমল বসু, বিজন সরকার, সঙ্গীত কুমার দেব, অঞ্জন দাস, নীলাদ্রি শেখর মুখার্জী, সনাতন প্রামাণিক প্রমুখ।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct