আপনজন ডেস্ক: আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যস্থতায় সুদানে যুদ্ধরত সেনাবাহিনী ও আধাসামরিক বাহিনী আরএসএফের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণা করা সত্ত্বেও সংঘাত থামেনি। জাতিসংঘ চলমান সংঘাতকে মানবিক বিপর্যয় হিসেবে আখ্যায়িত করেছে। আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, সেই সঙ্গে দেশের স্বাস্থ্য ব্যবস্থাও বিপর্যস্ত হয়ে পড়েছে। সংঘর্ষে বিশ্ব খাদ্য কর্মসূচির তিন কর্মকর্তা নিহত হওয়ার পর সুদানে সংস্থাটির কার্যক্রম স্থগিত করা হয়েছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যস্থতায় সুদানে যুদ্ধরত সেনাবাহিনী ও আধাসামরিক বাহিনী আরএসএফের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণা করা সত্ত্বেও সংঘাত থামেনি।আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যস্থতায় সুদানে যুদ্ধরত সেনাবাহিনী ও আধাসামরিক বাহিনী আরএসএফের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণা করা সত্ত্বেও সংঘাত থামেনি। সুদানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কর্মকর্তারা জানিয়েছেন, দেশটিতে চলমান সংঘাতে কমপক্ষে ২৭০ জন নিহত ও দুই হাজার ৬০০ জনেরও বেশি আহত হয়েছেন। জেনারেল ২ এর অনুগত বাহিনী সুদানের রাজধানী খার্তুমের গুরুত্বপূর্ণ এলাকায় লড়াই চালিয়ে যায়। যুদ্ধবিরতি লঙ্ঘনের জন্য তারা একে অপরকে দোষারোপ করেছে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct