আপনজন ডেস্ক: মক্কার মসজিদুল হারাম ও মদিনার মসজিদে নববিতে তারাবির নামাজে পবিত্র কুরআন খতম অনুষ্ঠিত হল। রমজান মাসের শুরু থেকে প্রতিদিন মক্কা ও মদিনার পবিত্র দুই মসজিদে তারাবির নামাজ চলছে। প্রতি বছরের মতো এবারও দুই মসজিদে রমজানের ২৯তম রাতে কুরআন খতম হবে।বুধবার পবিত্র মসজিদুল হারামে তারাবির ইমাম ও খতমের দোয়া পরিচালনাকারী হিসেবে থাকবেন শায়খ ড. আবদুর রহমান আল-সুদাইস। আর মদিনার পবিত্র মসজিদে নববিতে তারাবির নামাজে ইমাম হিসেবে থাকেন শায়খ সালাহ আল বুদাইর। এদিকে কুরআন খতমের রাতে আগত মুসল্লিদের সেবায় সব প্রস্তুতি ছিল বলে জানান শায়খ আল-সুদাইস। তিনি সংশ্লিষ্ট সবাইকে পবিত্র মসজিদে আগত মুসল্লি, ওমরাহযাত্রী ও দর্শনার্থীদের স্বাচ্ছন্দ্যে ইবাদত পালন করা জন্য যাবতীয় ব্যবস্থা ছিল
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct