নাজিম আক্তার, হরিশ্চন্দ্রপুর, আপনজন: নির্বাচন কমিশনের ঘোষণার অপেক্ষায় ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন।ভোটের মুখে তৃণমূল ও বিজেপিতে বড়োসড়ো ভাঙ্গন ধরাল কংগ্রেস। জানা যায়, শুক্রবার বিকেল তিনটায় ছিল মালদার হরিশ্চন্দ্রপুর-১ নং ব্লকের তুলসীহাটা গ্রাম পঞ্চায়েতের বিবেকানন্দ মোড়ে জাতীয় কংগ্রেসের এক যোগদান সভা। এই যোগদান সভায় তুলসীহাটা গ্রাম পঞ্চায়েতের প্রায় ১০০ জন তৃণমূল কর্মী এদিন কংগ্রেসে যোগদান করেন বলে দাবি কংগ্রেস নেতৃত্বের।যদিও এই যোগদান মানতে নারাজ তৃণমূল।এদিনের যোগদান সভায় উপস্থিত ছিলেন হরিশ্চন্দ্রপুর বিধানসভার প্রাক্তন বিধায়ক মোস্তাক আলম,মালতিপুর বিধানসভার প্রাক্তন বিধায়ক আলবেরনি জুলকার নাইন,
হরিশ্চন্দ্রপুর-১ নং ব্লক কংগ্রেস সভাপতি বিমান বিহারি বসাক,হরিশ্চন্দ্রপুর-২ নং ব্লক কংগ্রেস সভাপতি আবুল কাসেম,প্রদেশ যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান চৌধুরী, প্রদেশ যুব কংগ্রেসের সম্পাদক কুনাল চৌধুরী,হরিশ্চন্দ্রপুর বিধানসভার যুব কংগ্রেসের সভাপতি আমিরুল ইসলাম ও হরিশ্চন্দ্রপুর-১ নং ব্লকের কার্যকরী সভাপতি আব্দুল মান্নান সহ অন্যান্যরা।কংগ্রেসের প্রাক্তন বিধায়ক মুস্তাক আলম জানান,তৃণমূলের একাধিক নেতা মন্ত্রী দুর্নীতির দায়ে জেল খাটছে।রাজ্যের মানুষ তৃণমূলের দুর্নীতিতে অতিষ্ঠ হয়ে উঠেছে।সামনে পঞ্চায়েত নির্বাচনে সাধারণ মানুষ তার যোগ্য জবাব দিবে।অপরদিকে কংগ্রেসের এই যোগদান মানতে নারাজ তৃণমূল নেতৃত্বরা।হরিশ্চন্দ্রপুর-১ ব্লক (বি) তুলসীহাটা গ্রাম পঞ্চায়েতের অঞ্চল সভাপতি আবুল হোসেন আশরাফী জানান,হাতে গোনা মাত্র ৫ জন তৃণমূলের সাধারণ ভোটার কংগ্রেসে যোগদান করেছে।১০০ জনের যোগদান মিথ্যা দাবি করছে কংগ্রেসে।এতে পঞ্চায়েত নির্বাচনে কোনো প্রভাব পড়বে না।সামনে পঞ্চায়েত ভোটে সবকটিই আসন পাবে তৃণমূল।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct