আপনজন ডেস্ক: টানা তুষারপাতের জেরে ভারতের উত্তর সিকিমে আটকা পড়েছেন বহু পর্যটক। এরইমধ্যে প্রায় এক হাজার ৪০০ পর্যটককে উদ্ধার করেছে দেশটির সেনাবাহিনী। রোববার (২৬ মার্চ) বড়সড় ধস নামে পূর্ব সিকিমের ডিকচু জাং ওয়ার্ডে। গ্যাংটক থেকে মনগান রোডের রাস্তা পুরোপুরি বন্ধ হয়ে গেছে। যান চলাচলের অযোগ্য হয়ে গেছে ওই রাস্তা। এর আগে, গত ১১ থেকে ১৫ মার্চ নজিরবিহীন তুষারপাত হয়েছে উত্তর সিকিমে। মৌসুমের এমন তুষারপাত অতীতে খুব কমই দেখেছেন সিকিমের বাসিন্দারা। এরপর আরও কয়েক দফায় তুষারপাত হয়েছে উত্তর সিকিমের বিভিন্ন এলাকায়।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct