ইসরাফিল বৈদ্য, উলুবেড়িয়া, আপনজন: ইমামস্ এন্ড মোয়াজ্জিনস্ ফাউন্ডেশন,হাওড়া জেলা কমিটির পক্ষ থেকে বুধবার সাংগঠনিক সাধারণ সভা ও আশু পরিকল্পনা বিষয়ে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয় উলুবেড়িয়া রবীন্দ্র ভবনে। বলাবাহুল্য পশ্চিমবঙ্গ সরকারের ওয়াকফ বোর্ড থেকে প্রকাশিত তথ্য থেকে জানা যায় পুরো বাংলা জুড়ে চৌষট্টি হাজার ইমাম মোয়াজ্জিনদের ভাতা প্রদান করতে বাৎসরিক চোদ্দ কোটি পাঁচ লাখ খরচ হয়। এদিনের অনুষ্ঠানে প্রাক্তন সাংসদ আহমেদ হাসান ইমরান বলেন, রাজ্যের বর্তমান সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে বাংলার ইমাম মোয়াজ্জিনদের যে সম্মান প্রদান করা হয়েছে তা দেশের মধ্যে দৃষ্টান্তস্বরূপ। সমাজের অন্যতম স্তম্ভ হিসাবে কাজ করার সাথে সাথে সম্প্রীতি রক্ষায় ইমাম-মোয়াজ্জিনদের অবদান স্বীকার করেন ইমরান। পঃবঃ তৃণমূল মাদ্রাসা টিচার্স অ্যাসোসিয়েশনের রাজ্য সভাপতি তথা উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের কর্মাধ্যক্ষএকেএম ফারহাদ বলেন, বর্তমান সময়ে দেশের সামগ্রিক পরিস্থিতি। সমাজের সর্বস্তরের মানুষের কাছে ইমাম মোয়াজ্জিনদের গ্ৰহনযোগ্যতা সর্বাগ্ৰে। করোনা পরিস্থিতিতে স্বাভাবিক জনজীবন রাখতে ইমাম মোয়াজ্জিনদের ভুমিকা প্রশংসনীয়। দেশ ও জাতি গঠনে সাধারণ শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষা, সভ্য সমাজ তৈরি করার অগ্ৰগণ্য ভুমিকা পালন করছেন আপনারাই। পশ্চিমবঙ্গ সরকার সবসময় সাধারণ মানুষের পাশে থেকে যেভাবে কাজ করে যাচ্ছে তার জন্যই বাংলার মুখ উজ্জ্বল দেশের মানচিত্রে।অনুষ্ঠানে নিজের মতামত পোষণ করেন বাগনান কেন্দ্রের বিধায়ক অরুনাভ সেন, অনুষ্ঠানের আয়োজক কমিটির অন্যতম সদস্য তথা হাওড়া জেলা ইমাম কোঅর্ডিনেটর আয়ুব আলী বলেন এই সংগঠন ইমাম মোয়াজ্জিনদের পাশে থেকে কাজ করার পাশাপাশি আগামী দিনে এই সম্প্রদায়ের প্রতিনিধিদের নিয়ে আধিকারিক তৈরীর প্রশিক্ষণ শিবিরের ব্যবস্থা গ্রহণ করা হবে। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উলুবেড়িয়া পৌরসভার চেয়ারম্যান অভয় কুমার দাস,ইনামুর রহমান,সেখ আকবর আলি,গৌতম বোস,খাইরুল বাসার খান,প্রধান শিক্ষক নামদার শেখ প্রমুখ।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct