আপনজন ডেস্ক: প্রায় দশ বছরের বিয়ে।তার মধ্যে হঠাৎ স্ত্রী পালিয়েছে প্রেমিকের হাত ধরে।বহু চেষ্টা করেও স্ত্রীকে ফিরে পাননি। তাই বাধ্য হয়ে স্ত্রীর বিবাহিত প্রেমিককে শিক্ষা দিতে তার স্ত্রীকেই বিয়ে করেছেন ফেলেছেন তিনি। ঘটনাটি ঘটেছে বিহারের খাগারিয়া জেলায়। জানা গিয়েছে, ২০০২ সালে রুবি দেবি এবং নীরাজের বিয়ে হয় বিহারে।তাদের চার সন্তান রয়েছে। বিয়ের কয়েক বছর পরই নীরাজ টের পান, তার স্ত্রী মুকেশ নামে এক লোকের সঙ্গে বিবাহ বহির্ভুত সম্পর্ক রয়েছে। এর মধ্যে হঠাৎ ২০২২ সালের ফেব্রুয়ারিতে রুবি ও মুকেশ পালিয়ে বিয়ে করেন। এটি জানার পর মুকেশের বিরুদ্ধে অপহরণের মামলা করেন নীরাজ। বিষয়টি সুরাহা করার জন্য গ্রাম পঞ্চায়েত শালিশি সভাও করেছিল। তাতে কাজ হয়নি। মুকেশ রাজি হয়নি রুবিকে ফিরিয়ে দেওয়ার ব্যাপারে। এদিকে মুকেশও বিবাহিত, তাঁর দুটি সন্তানও রয়েছে। কাকতালীয়ভাবে তাঁর স্ত্রীর নামও রুবি। উপায়ান্তর না পেয়ে মুকেশকে শিক্ষা দিতে তাঁরই স্ত্রীকে বিয়ে করার সিদ্ধান্ত নেন নীরাজ। চলতি বছরের ফেব্রুয়ারিতে তাঁরা বিয়ে করেছেন। বিষয়টি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ায় নেটিজেনরা প্রশংসায় ভরিয়ে দিয়েছেন নীরজকে। স্ত্রীর প্রেমিককে শিক্ষা দিতে পারায় তাকে সেলাম ঠুঁকছেন অনেকেই।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct