রাজু আনসারী, অরঙ্গাবাদ, আপনজন: টানা প্রায় ৩০ ঘন্টা ধরে পতাকা বিড়ি ফ্যাক্টরিতে তল্লাশির চলল আয়কর দপ্তরের আধিকারিকরা। বৃহস্পতিবার বেলা সাড়ে এগারোটা নাগাদ পতাকা গোষ্ঠীর অফিস থেকে বের হয়ে যান ইনকাম ট্যাক্স দপ্তরের আধিকারিক থেকে শুরু করে সিআইএসএফ জওয়ানরা। যদিও ৩০ ঘন্টা ধরে তল্লাশি চললেও সাংবাদিকদের কোনোরকম প্রতিক্রিয়া দেননি আয়কর দপ্তরের কোনো আধিকারিক। উল্লেখ করা যেতে পারে, বুধবার সকাল সাড়ে সাতটা নাগাদ মুর্শিদাবাদের সুতির অরঙ্গাবাদ এবং সামসেরগঞ্জের ডাকবাংলায় অবস্থিত পতাকা বিড়ি ফ্যাক্টরীতে হঠাৎ হানা দেন আয়কর দপ্তরের আধিকারিকরা। শুরু হয় তল্লাশি। বুধবার সারাদিন পেরিয়ে রাত অতিবাহিত হয়ে গেলেও সম্পন্ন হয়নি আয়কর হানা।বৃহস্পতিবার সকালেও আয়কর দপ্তরের আধিকারিকরা তল্লাসি অব্যাহত রাখেন। যদিও বেলা বাড়তেই অবশেষে বের হয়ে যান আধিকারিকরা। এত দীর্ঘ সময় আয়কর হানা ঘিরে রহস্য ঘনীভূত হলেও কোনোরকম প্রতিক্রিয়া দেননি আয়কর দপ্তরের আধিকারিকরা। এদিকে পতাকা বিড়ি ফ্যাক্টরীর ডাকবাংলা অফিসের ম্যানেজার জানান, শুধু তল্লাশিই হয়েছে। কোনোকিছুই উদ্ধার করতে পারেনি আয়কর দপ্তর। আমরা সমস্ত কাজ আইন মেনেই চলি।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct