ওয়াসিফা লস্কর ও ওয়ারিশ লস্কর, মগরাহাট, আপনজন: পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির পরিচালনায় “আশুতোষ স্মৃতি ট্রফি” অনুষ্ঠিত হল মগরাহাট-১ ব্লকের অন্তর্গত সরাচি অম্বিকাচরণ হাই স্কুলে ৮ টি স্কুলের ৬জন করে শিক্ষকদের নিয়ে একটি নক আউট ভলিবল প্রতিযোগিতা । উপস্থিত ছিলেন শিক্ষারত্ন হাজী হায়বত আলী, সুদীপ কুমার হালদার,খায়রুল হক মোল্লা মগরাহাট-১ ব্লকের নেতৃত্ব তপন চৌধুরী, সঞ্জয় দাস, মিনহাজুর রহমান শাহ প্রমুখ, ব্লক নেতৃত্বদের ঐকান্তিক পরিশ্রমের মাধ্যমে সমগ্র অনুষ্ঠানটি সম্পন্ন হয়। এই খেলায় প্রথম স্থান অর্জন করে সরাচি অম্বিকা চরন হাই স্কুল ও দ্বিতীয় স্থান অর্জন করে শেরপুর রহমানিয়া হাই মাদ্রাসা। সরাচি অম্বিকাচরণ হাই স্কুলের প্রধান শিক্ষক নবদ্বীপ হালদার, মড়াপািই সেন্ট হাইস্কুলের প্রধান শিক্ষক আব্দুল মাতিন সহ অন্যান্য শিক্ষক গান পরিবেশন করেন। পাশাপাশি সরাচি অম্বিকা চরন হাইস্কুলের ইংরাজী শিক্ষক পবিত্র মন্ডল তার খেলার মাধ্যমে প্রাপ্ত পুরস্কার ও ফুলের তোড়া সামনে থাকা একটি ছাত্রের হাতে তুলে দেন। তিনি বলেন, এরা আগামী ভবিষ্যৎ। তাই তাকে আমি পড়াশুনা, শিক্ষক প্রীতির পাশাপাশি প্রকৃত মানুষ হওয়ার জন্য আশীর্বাদ করলাম।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct