আপনজন ডেস্ক: গত দুই বছরেরও বেশি সময় ধরে ১০০ কোটিরও বেশি ভারতীয়ের শরীরে কোভিড-১৯ ভ্যাকসিনের ‘একাধিক পার্শ্বপ্রতিক্রিয়া’ দেখা দিয়েছে। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) এবং সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন (সিডিএসসিও) পুনের ব্যবসায়ী প্রফল্ল সারদার কাছে একটি আরটিআইয়ের উত্তরে জানিয়েছে, সরকার অনুমোদিত অ্যাস্ট্রাজেনাকা, কোভিশিল্ড, কোভোভ্যাক্স, কর্বিভ্যাক্স প্রভৃতি করোনা ভ্যাকসিনে পার্শ্বপ্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে। হায়দ্রাবাদের তিনটি সংস্থার ভ্যাকসিন - সরকার পরিচালিত ভারত বায়োটেক লিমিটেডের ‘কোভ্যাক্সিন’, ড. রেড্ডিস ল্যাব ‘স্পুটনিক ভি’, বায়োলজিকাল ই লিমিটেডের ‘কর্বিভ্যাক্স’ এবং পরে ক্যাডিলা হেলথকেয়ার লিমিটেড, আহমেদাবাদের ‘জাইকোভ-ডি’ শুধুমাত্র কিশোর-কিশোরীদের (১২-১৭ বছর বয়সী) জন্য আমদানি করেছে। আইসিএমআর-এর পিআইও ডা. লেয়ানা সুসান জর্জ এবং সিডিএসসিও-র পিআইও সুশান্ত সরকার এই সমস্ত ভ্যাকসিনের পার্শ্বপ্রতিক্রিয়া সম্পর্কে সারদার একটি সুনির্দিষ্ট প্রশ্নের উত্তরে এই সমস্ত ভ্যাকসিনের এফএকিউগুলির ফলে উদ্ভূত প্রভাবগুলির আধিক্যের কথা উল্লেখ করেছেন।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct