নিজস্ব প্রতিবেদক, নদিয়া, আপনজন: নদীয়ার কৃষ্ণনগর গোদাডাঙ্গা এলাকায় ওয়াকফ বোর্ডের সম্পত্তি বেদখলের অভিযোগ উঠেছিল দীর্ঘদিন ধরে। অবশেষে পশ্চিমবঙ্গ ওয়াকফ বোর্ডের রাজ্যের পাঁচজন সদস্য সোমবার কৃষ্ণনগর এলেন গোদাডিঙা এলাকায় একটি কবরস্থান পরিদর্শনে। কৃষ্ণনগর পৌরসভার দাবি এই কবরস্থানটি তাদের। কিন্তু অবস্থান রয়েছে ওয়াকফ বোর্ডের সম্পত্তিতে। এই নিয়ে দীর্ঘদিন টানাপোড়েন। এ নিয়ে পরিদর্শনে যাওয়া ওয়াকফ বোর্ডের এক সদস্য জানান, ওয়াকফ বোর্ডের উপরে কোন সরকারি অফিস বা কোন কিছু থাকলে ওয়াকফ বোর্ড যদি নোটিশ করে সেটা ছেড়ে দিতে হবে, ওয়াকফ বোর্ডের আইন অনুযায়ী। ওয়াকফ বোর্ডের সদস্য আফাকুজ্জামান খান জানান, কৃষ্ণনগর একটি কবরস্থানে রয়েছে, যেটা পৌরসভা দাবি করে তাদের। কিন্তু নথি বলছে এই সম্পত্তির সবটাই ওয়াকফ বোর্ডের। তাই আমরা তদন্ত এসেছি। এই কবরস্থানের সামনে দিয়ে একটা রাস্তা গিয়েছে, রাস্তার ওই পারেও সম্পত্তি রয়েছে ওয়াকফ বোর্ডের। এনিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct