আপনজন ডেস্ক: বুধবার, পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগে মহা আড়ম্বরে উদযাপিত হল আন্তর্জাতিক আরবি ভাষা দিবস। ১৮ই ডিসেম্বর দিনটি আন্তর্জাতিক আরবি ভাষা দিবস হিসেবে পালিত হয়। যেহেতু ১৯৭৩ সালের এই তারিখে আরবি ভাষা যুক্ত রাষ্ট্রের ভাষা হিসেবে স্বীকৃতি লাভ করে। তাই এই মরসুমে বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিতি আরবি ভাষা দিবসকে কেন্দ্র করে বিভিন্ন অনুষ্ঠান সূচি পালিত হয়, আন্তর্জাতিক আরবি ভাষা দিবস পালিত হয়। পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়েও তার ব্যতিক্রম ঘটেনি। উক্ত আনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মহুয়া দাস। প্রধান অতিথি হিসেবে ছিলেন আলিয়া বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের প্রধান অধ্যাপক মহম্মদ মসিহুর রহমান, বিশেষ অতিথি ড. আনিসুর রহমান, আলিয়া বিশ্ববিদ্যালয়।
এছাড়াও উপস্থিত ছিলেন ড. রজিউদ্দিন, অধ্যাপক, উর্দু বিভাগ পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, ড. আবুল কালাম, অধ্যাপক, তেতুলিয়া কলেজ, ড. নাসিরুদ্দিন মন্ডল, অধ্যাপক, বামুনঘাটা কলেজ, আতাউল্লাহ গাজি, অধ্যাপক, শহিদুল্লাহ কলেজ, ওয়াসিফ আলি, অধ্যাপক, তেতুলিয়া কলেজ ও ওবাইদুর রহমান, অতিথি অধ্যাপক, পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়। উপাচার্য অধ্যাপক মহুয়া দাস বলেন, কয়েক মাস পূর্বে আরবি বিভাগ আরম্ভ করি কিন্তু নবজাতক একটি বিভাগ কয়েক দিনেই তার নির্দিষ্ট কোটা পূর্ণ করে ফেলে। যার ফলে আরো দশটি সিট আমরা বাড়াতে বাধ্য হই। বর্তমানে এই বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তরে প্রায় পঞ্চাশ জন ছাত্র ও ছয় জন অতিথি অধ্যাপক রয়েছেন। অনুষ্ঠানটি মাসুম বিল্লাহ-এর তেলাওয়াতে কুরআন দিয়ে আরম্ভ হয়। তারপর। বিভিন্ন অতিথির অমূল্য বানি ও উপদেশ সকলে সমৃদ্ধ হন। এই দিনে উপাচার্য ও অন্যান্য অতিথিদের হাতে উক্ত বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আবুল কালামের বই ‘এসো আরবি শিখি’ চারটি সিরিজে এবং অধ্যাপক ওয়াসিফ আলির সাথে সম্মিলিত A Collection of Selected Arabic Text বই দুখানার কভার উন্মোচন করা হয়। অনুষ্ঠানটির দ্বিতিয় পর্বে শিক্ষকদের পক্ষ থেকে নতুন বিভাগের নতুন ছাত্রদের বরণ ও ছাত্রদের পক্ষ থেকে শিক্ষকদের প্রতি হাদিয়া আদান-প্রদান হয়। মহ. জসিমের মনমুগ্ধকর আরবি ভাষা নিয়ে নাশিদ পাঠ, সালিমা খাতুনের ইংরেজি ভাষণ, তাহিরা সুলতানার নাশীদ ও পরিশেষে আব্দুর রহমানের আরবি ভাষণ ছাত্রদের দক্ষতার পরিচয় দেয়।পরিশেষে অধ্যাপক আতাউল্লাহ গাজি সকলের ধন্যবাদ জ্ঞাপন করেন ও অধ্যাপক রাজিউদ্দিন অনুষ্ঠান সমাপ্তির ঘোষণা দেন।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct