সঞ্জীব মল্লিক, বাঁকুড়া: গত কয়েকদিন আগে নিত্যানন্দপুর মিনি মার্কেট সংলগ্ন এলাকায় পথদুর্ঘটনায় গুরুতর আহত হয়েছিলেন সোনামুখী ব্লকের রাধামোহনপুর পঞ্চায়েতের উত্তর নিত্যানন্দপুর গ্রামের পঞ্চায়েত মেম্বার আলোমতি মন্ডল ও তার স্বামী মনিন্দ্র মন্ডল। দলীয় নেতৃত্বদের তৎপরতায় কলকাতায় এন আর এস এ চিকিৎসার পর বৃহস্পতিবার বাড়ি ফিরেছেন তিনি। এদিন সন্ধ্যায় বাড়িতে গিয়ে তার শারীরিক খোঁজ খবর নিলেন সোনামুখী ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি বিশ্বনাথ মুখোপাধ্যায় রাধামোহনপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি দেবাশীষ ঘোষ সহ অন্যান্য তৃণমূল কংগ্রেস নেতৃত্বরা।
ইতিমধ্যেই দলীয়ভাবে পঞ্চায়েত মেম্বারের পাশে দাঁড়িয়েছে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব । আগামী দিনেও সব রকম ভাবে তার পাশে থাকার বার্তা দেন তৃণমূল কংগ্রেস নেতৃত্বরা। দলীয় নেতৃত্বদের এই সহযোগিতা পেয়ে খুশি আলোমতি মন্ডল ও তার পরিবারের সদস্যরা। অন্যদিকে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতালে এই মুহূর্তে চিকিৎসাধীন রয়েছেন মনিন্দ্র মন্ডল । তার যাতে সঠিকভাবে চিকিৎসা হয় সেদিকেও পাশে থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন তৃণমূল কংগ্রেস নেতৃত্বরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বরাবরই দলীয় নেতৃত্বদের বার্তা দিয়েছেন দলের কোন কর্মী সমস্যার সম্মুখীন হলে সব রকম ভাবে তাদের সহযোগিতা হাত বাড়িয়ে দেওয়া । মুখ্যমন্ত্রীর সেই বার্তাকে পাথেয় করে সোনামুখী ব্লক তৃণমূল কংগ্রেস নেতৃত্বরা দলের কর্মীদের পাশে দাঁড়িয়েছেন । তাদের এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। এই উদ্যোগকে কুর্নিশ জানিয়েছে এলাকার সকল সাধারণ মানুষ ।
সোনামুখী ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি বিশ্বনাথ মুখোপাধ্যায় এবং রাধামোহনপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি দেবাশীষ ঘোষ জানান , মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় অনুপ্রাণিত আমরা। তৃণমূল কংগ্রেসের একজন সৈনিক হিসেবে তৃণমূল কংগ্রেসের অপর সৈনিকদের পাশে দাঁড়িয়েছি । বিগত দিনের মতোই আগামীদিনেও দলীয় কর্মীদের পাশাপাশি সাধারণ মানুষদের পাশে থেকে কাজ করে যাওয়াটাই আমাদের প্রধান লক্ষ্য।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct