ম্যান ইউ-র গত ২৯ বছরের ইতিহাসে এবারে সব চেয়ে খারাপভাবে ইংলিশ প্রিমিয়ার লিগে শুরু করেছে তারা। কোচ হোসে মরিনহোর কোচিংয়ে ব্রাইটন, টটেনহ্যাম এবং ওয়েস্ট হ্যামের কাছে পর পর ম্যাচে হেরেছে রেড ডেভিলরা। যার ফলে ম্যান ইউ কর্মকর্তারা আর ভরসা রাখতে পারছেন না মরিনহোর উপর। শোনা যাচ্ছে, খুব শীঘ্রই তারা মরিনহোকে বরখাস্ত করবেন। এদিন ইংল্যান্ডের নামী পত্রিকা 'দ্য মিরর'-এ এক প্রতিক্রিয়ায় ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের এক শীর্ষ কর্তা জানান, প্রিমিয়ার লিগে কোচ মরিনহো এই মুহূর্তে ক্লাবকে যে অবস্থায় নিয়ে গিয়েছেন, তাতে আমাদের পক্ষে তাঁকে ক্লাবে রাখা হয়তো আর সম্ভব হবে না।ভ্যালেন্সিয়ার বিরুদ্ধে শেষ ম্যাচে নিজেদের মাঠে গোল শূন্য ড্র করার পর ইউনাইটেড ফ্যানরা নিজেদের খেলোয়াড়দের বিদ্রুপ করেছেন। যেটা আর ও মরিনহোর বরখাস্ত রাস্তা আরও পরিস্কার করে দিয়েছে বলে মনে করছেন ফুটবল বিশেষজ্ঞরা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct