সঞ্জীব মল্লিক, বাঁকুড়া, আপনজন: আবারো বিতর্কিত মন্তব্য তৃণমূল নেতার এবার বিতর্কিত মন্তব্য করে বিতর্কে জড়ালেন কোতুলপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি সুরজিৎ রায় । রবিবার বাঁকুড়া জেলার কোতুলপুর ব্লকের কোতুলপুর অঞ্চলের কোপা সংসদে সাধারণ মানুষদের বাড়ি বাড়ি গিয়ে “ দিদির সুরক্ষা কবচ “ কর্মসূচি পালন করেন কোতুলপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি সুরজিৎ রায় । সেখানে গিয়েই বিতর্কিত মন্তব্য করলেন তিনি ।সাধারণ মানুষদের উদ্দেশ্যে তিনি বলেন ,বিধানসভা নির্বাচনের পর কোতুলপুর বিধানসভার বিজেপি বিধায়ক হরকালী প্রতিহার কে এলাকায় দেখা যায় না তাই ভোট আসছে বিজেপির কোন নেতা এলে ‘ ঝাঁটা নিয়ে দাঁড়িয়ে থাকবেন’। তবে এটাই প্রথম বার নয় এর আগেও রাজ্যের বিভিন্ন প্রান্তে তৃণমূল নেতাদের মুখে কু কথা বলতে দেখা গেছে আবারও একই ঘটনার পুনরাবৃত্তি ঘটলো বাঁকুড়ায়। তৃণমূল নেতার এই মন্তব্যে তৃণমূল কংগ্রেসকে তীব্র কটাক্ষ করেন বিজেপি । বিষ্ণুপুর সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি বিল্লেশ্বর সিংহ বলেন , আমাদের বিধায়ক সারা বছরই মানুষের পাশে থাকে তবে মানুষই ওদের ঝাটা মেরে তাড়িয়ে দেবে মানুষ আমাদের পাশে রয়েছে। কোতুলপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি সুরজিৎ রায় সাংবাদিকদের মুখোমুখী হয়ে তার মন্তব্যের সমর্থনে বলেন , এটা তো বলবোই এটা বলা দরকার মানুষকে সচেতন করতে হবে । বিজেপির থেকে মানুষকে সচেতন হতে হবে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct