এম মেহেদী সানি, গোপালনগর, আপনজন: দুর্গাপূজার সমাপ্তি হতেই ব্লক পড়ছে বিজয়ার সম্মিলনের মধ্যে দিয়ে দলীয় প্রচার শুরু করেছে তৃণমূল কংগ্রেস ৷ একদিকে যেমন প্রবীণ তৃণমূল নেতাকর্মীদের সংবর্ধিত করা হচ্ছে অন্যদিকে শুভেচ্ছা বিনিময় এর পাশাপাশি একতরফা দলীয় প্রচার সেরে ফেলছে তৃণমূল নেতৃত্ব ৷ রাজ্যের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই এই কর্মসূচি পালন করছে তৃণমূল নেতৃত্বরা ৷ বনগাঁ সংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের অন্তর্গত গোপালনগর ব্লক-২ তৃণমূল কংগ্রেসের উদ্যোগে সোমবার নহাটা হাই স্কুলে অনুষ্ঠিত বিজয়া সম্মিলনী অনুষ্ঠান থেকে তৃণমূলের নেতা কর্মী সমর্থকদের সক্রিয় হওয়ার আহ্বান করা হয় ৷ গোপালনগর ব্লক-২ তৃণমূল কংগ্রেসের সভাপতি নিশিথ বালার নেতৃত্বে আয়োজিত ওই কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্য সভার সাংসদ ও তৃণমূল নেত্রী মমতা ঠাকুর, প্রাক্তন বিধায়ক সুরজিৎ কুমার বিশ্বাস, বনগাঁ সাংগঠনিক জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী ইলা বাগচি, যুব সভাপতি নিরুপম রায়, সংখ্যালঘু তৃণমূল কংগ্রেসের সভাপতি ইমরান হোসেন, এসসি ওবিসি সেলের সভাপতি পিনাকি বিশ্বাস সহ ব্লক ও পঞ্চায়েত স্তরের নেতৃত্ব এবং জনপ্রতিনিধিরা ৷ এ দিন তৃণমূলের দলীয় পতাকা উত্তলনের মধ্যে দিয়ে তিনি কর্মসূচির সূচনা করেন সাংসদ মমতা ঠাকুর ৷ অনুষ্ঠান থেকে তৃণমূলের প্রবীণ কর্মী সমর্থকদের ফুল মিষ্টি দিয়ে সংবর্ধিত করা হয় ৷ বিজয় সম্মেলনী অনুষ্ঠান ঘিরে তৃণমূল কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো ৷ এ দিন বক্তব্য রাখার সময় মমতা দলীয় নেতা কর্মী সমর্থকদের বিজয়ার শুভেচ্ছা জানিয়ে আগামী বিধানসভা ভোটকে স্মরণ করিয়ে সকলকে সক্রিয় হওয়ার আহ্বান জানান ৷ পাশাপাশি সকল নেতাকর্মী সমর্থকদের ঐক্যবদ্ধ থেকে বিরোধীদের বিরুদ্ধে ২০২৬-এর লড়াইয়ে নামার পরামর্শ দেন ৷ অন্যদিকে তৃণমূলের এই বিজয়া সম্মিলনী কর্মসূচিতে বনগাঁর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের প্রায় সকল নেতৃত্ব উপস্থিত থাকলেও জেলা সভাপতি বিশ্বজিৎ দাসের অনুপস্থিতি নিয়ে জল্পনা শুরু হয় ৷ এ বিষয়ে মমতা ঠাকুর বলেন, বিশ্বজিৎ দাস কেন আসেনি আমি বলতে পারব না, দল আমাকে পাঠিয়েছে আমি এসেছি, তাঁর হয়তো অন্য কোথাও প্রোগ্রাম আছে ৷ বিশ্বজিৎ দাস অবশ্য বলেন, ‘বিজয় সম্মিলনী কর্মসূচিতে কে কোথায় যাবে দল ঠিক করে দিচ্ছে, আমার প্রোগ্রাম ছিল বাগদা পশ্চিম ব্লকে ৷’ গোপালনগর ব্লক-২ তৃণমূল কংগ্রেসের সভাপতি নীশিত বালা বলেন, আমাদের বিজয়ার সম্মিলনী কর্মসূচি সফল হয়েছে, মানুষের উপচে পড়া ভিড়ে আমরা আনন্দিত এবং গর্বিত ৷
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct