আপনজন ডেস্ক: ইউক্রেনের হয়ে যুদ্ধে অংশ নিলে রাশিয়া পশ্চিমাদের ওপর পরমাণু হামলা করবে বলে সাফ জানিয়ে দিলেন ভ্লাদিমির পুতিন। মস্কোয় জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে হুঁশিয়ারি দিয়ে পুতিন বলেন, 'রাশিয়ার অস্ত্রভান্ডার কিন্তু বেশ শক্তিশালী। আমরা কিন্তু পাশ্চাত্যের লক্ষবস্তুতে আঘাত হানতে সক্ষম।' পশ্চিমাদের সতর্ক করে রাশিয়ার প্রেসিডেন্ট আরও বলেন, 'রুশ সেনারা ইউক্রেনে যুদ্ধের ময়দানে সামনের দিকে এগিয়ে যাচ্ছেন। এখন কোনো দেশ যদি কিয়েভের সাহায্যের জন্য সৈন্য পাঠানোর সাহস দেখায়, তার পরিণতি খুব খারাপ হবে। এই যুদ্ধে হস্তক্ষেপ কতটা ঝুঁকিপূর্ণ সেটা পশ্চিমা নেতারা উপলব্ধি করতে পারছেন না। পশ্চিমা দেশগুলোর এটা মনে রাখা উচিত, আমাদেরও এমন অস্ত্র রয়েছে যেগুলো তাদের ভূখণ্ডে আঘাত হানতে সক্ষম। তারা পারমাণবিক যুদ্ধের হুমকি তৈরি করছে। আর এভাবে সভ্যতা ধ্বংস হয়ে যেতে পারে। এটা তারা বুঝতে পারছে না? তারা যদি এটা বুঝে নেয়, সেটা তাদের জন্য মঙ্গল হবে।' আগামী ১৫ থেকে ১৭ মার্চ রাশিয়ায় প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এই নির্বাচনে বিরোধী না থাকায় পুতিন আবারও রাশিয়রা মসনদে বসছেন, সেটা নিশ্চিতভাবেই বলা যায়।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct