মোল্লা মুয়াজ ইসলাম, সেহারাবাজার, আপনজন: মহা ধুমধামে শুরু হল সেহারাবাজার কৃষি ও বইমেলা। উদ্বোধন করেন পূর্ব বর্ধমানের পুলিশ সুপার কামনাশিস সেন, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি সম্পা ধারা, এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী। সিআইসি সুব্রত ঘোষ, ও সি খন্ডঘোষ সুব্রত বেড়া, রায়না ও সি সৈকত মন্ডল, সেহারা আউট পোস্টের ও সি প্রীতম বিশ্বাস, রায়না ওয়ান পঞ্চায়েত সমিতির সভাপতি রত্না মোহন্ত, বামদেব মন্ডল, শান্তি রাম কার্ফা, হাজি কুতুবুদ্দিন প্রমুখ। সাতদিন ধরে এই মেলায় কৃষি বই বিক্রি ও সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। প্রথমদিনে তৃণমূল নেত্রী সায়নী ঘোষ অনুষ্ঠান করেন। মেলা কমিটিকে শুভেচ্ছা জানান এস পি কামনাশিস সেন। মেলার মুল উদ্যোক্তা সনৎ দে সমস্ত অতিথিদের শুভেচ্ছা জানান।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct