সঞ্জীব মল্লিক, বাঁকুড়া, আপনজন: বাঁকুড়া জেলার সোনামুখী পৌরসভার উদ্যোগে সোনামুখী পৌরসভা প্রাঙ্গণেই ফাইলেরিয়ার জন্য গন ঔষধ সেবন কর্মসূচি পালন করা হল। সারা বিষ্ণুপুর স্বাস্থ্য জেলায় সোনামুখী পৌরসভার মধ্য দিয়ে এই গন ঔষধ বিতরণ শুরু হল এবং আগামী দিনেও সারা জেরা জুড়ে চলবে বলেই জানা গেছে। সোনামুখী পৌরসভার পৌরপ্রধান সন্তোষ মুখার্জী জানান, ‘ আমরা মানুষের দুয়ারে দুয়ারে এই ঔষধ পৌঁছে দিচ্ছি , কেউ যেন এটাকে অবহেলা না করে কারণ এই রোগ প্রতিরোধের একমাত্র উপায় ঔষধ সেবন‘। এদিনের এই কর্মসূচিতে অনেক বিশিষ্ট জনের উপস্থিতি লক্ষ্য করা গেল সোনামুখী পৌরসভাতে। সবে মিলে ফাইলেরিয়া মুক্ত একটা স্বচ্ছ পশ্চিমবঙ্গ গড়াই মূল্য লক্ষ। উপস্থিত ছিলেন সোনামুখী পৌরসভার চেয়ারম্যান সন্তোষ মুখার্জি ,বিষ্ণুপুর সিএমওএইচ, ডেপুটি সিএমওএইচ, বিষ্ণুপুর এসডিপিও, সোনামুখী থানার ভারপ্রাপ্ত আধিকারিক সূর্যদীপ্ত ভট্টাচার্য প্রমুখ।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct