নকিব উদ্দিন গাজী, সাগর, আপনজন: জব কার্ডের আছে স্বামী স্ত্রীর নামে প্রথম দিক থেকেই ঠিকঠাক চলছিল হঠাৎই ১০০ দিনের কাজ হারিয়ে অসহায় হয়ে পড়েছিল স্বপন বাবুর পরিবার। অগত্যা কেরালায় কাজের উদ্দেশ্যে রওনা হয়েছিল স্বপন প্রামাণিক। কথা ছিল কেরালায় কাজ করে টাকা পাঠাবে পরিবারের কাছে স্বচ্ছলতা ফিরবে পরিবারের দুই ছেলেকে নিয়ে সুখে সংসার করবে তারা কিন্তু আর বাড়ি ফেরা হলো না স্বপন বাবুর বালেশ্বরে ট্রেন দুর্ঘটনা প্রাণ কেড়ে নিল তার। সাগরের বেগুয়াখালী গ্রামে এক চিলতে মাটির ঘরেই দুই ছেলে ও স্ত্রীকে নিয়ে অভাবের সংসার ছিল স্বপন প্রামাণিকের। দুই ছেলেই বর্তমানে নাবালক শুভদীপ প্রামাণিক ১৮ বছর বয়স ও সুমন প্রামাণিক ১৪ বছর বয়স। একশ দিনের কাজে করে স্বচ্ছলতার সঙ্গে সংসার চলত কাজ বন্ধ হয়ে যাওয়ার পর, লোকের জমিতে চাষ করেই সংসার চালাত স্বপন বাবু কিন্তু এইভাবে কি সংসার চলে ১০০ দিনের কাজও বন্ধ হয়ে গিয়েচে ইচ্ছে না থাকলেও অভাব অনটনের ও ছেলেদের মুখে হাসি ফোটাতেই সিদ্ধান্ত নিয়েছিল কেরালায় কাজে যাবে রাজমিস্ত্রির, সেই মতো পরিবারের বাইরে রাজ্যে কাজ করতে যাবে এমনটাই মত ছিল না তা সত্ত্বেও বাড়ি থেকে বেরিয়ে ছিল স্বপন বাবু। এভাবে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা প্রাণ কেড়ে নিয়েছে ভাবতে পারছিনা পরিবারের লোকজন,তার প্রথমে নিখোঁজ থাকলেও গতকাল বিকাল বেলা পরিবারের কাছে তার মৃত্যু সংবাদ এসে পৌঁছায় আর তার পর থেকেই কান্নায় ভেঙে পড়েছে গোটা পরিবার।কিভাবে আগামী দিনে দুই ছেলেকে নিয়ে জীবন সংগ্রামের পথে এগিয়ে যাবে স্ত্রী , তা নিয়েই এখন চিন্তিত পরিবার। তবে ইতিমধ্যেই এই বিষয় নিয়েই সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা পরিবারের লোকের সাথে দেখা করেন এবং আগামী দিনে তাদের পাশে থাকার আশ্বাস দেন।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct