নিজস্ব প্রতিবেদক, ভগবানগোলা, আপনজন: মুর্শিদাবাদ জেলার ভগবানগোলা থানার হাবাসপুর খাসমহল গ্রামের জুম্মা মসজিদের সভাপতি মোঃ আকবর আলী এবং উক্ত সভার সভাপতি মোঃ পিয়ারুল ইসলাম সাহেবের সভাপতিত্বে উক্ত গ্রামের প্রায় শতাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে এক আলোচনা সভা হয়। আলোচ্য বিষয়বস্তু ছিল, মদ, হেরোইন, জুয়া এবং সর্ব রকমের অনুষ্ঠানে ডিজে বক্স ও গান বাজনা ইত্যাদি মুক্ত সমাজ গঠন করা। অনুষ্ঠানের সভাপতি আলোচ্য বিষয় শুনিয়ে তা নিয়ে বিভন্ন বক্তাকে বলার আহ্বান জানান। তারপর সভাপতি সভার কাজ শুরু করে অনুমোদিত প্রস্তাবে বলেন, গ্রামে যে কোন অনুষ্ঠানে ডিজে বাক্স ও গান বাজনা এবং কোন প্রকার মাদক এবং লটারি ও জুয়া বিক্রয় করা ও খেলা করা যাবে না, এসব অসামাজিক কাজ বন্ধ করতে হবে। যদি কোন মানুষ উক্ত গ্রামে এধরনের কোন কাজ করতে থাকে তাহলে ওই ব্যক্তি উক্ত মসজিদের কোন প্রকার সুযোগ সুবিধা পাবে না। তাকে সামাজিক ভাবে বয়কট করা হবে। এছাড়াও আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হয়, ওই ব্যক্তি অন্য কোথাও থেকে মাওলানা নিয়ে এসে তার কাজ করলে তার ওপর শাস্তি মূলক ব্যবস্থা নেওয়া হবে । সকলের সর্বসম্মতিক্রমে আরও সিদ্ধান্ত নেওয়অ হয় যে বাইরে থেকে কোন মাওলানা তার কাজ করলে সে মাওলানার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। আসলে, যুব সমাজ যেভাবে অপসংস্কৃতির দিকে ঝুঁকে পড়ছে তার জন্যই হাবাসপুর খাসমহল গ্রামের জুম্মা মসজিদের উদ্যোগে এই ভাল উদ্যোগ নেওয়া হয়। তাদের মতে এবাবে উদ্যোগ নিলে যুব সমাজ বিপদগামী যেমন হবে নাম তেমনি সু্স্থ সমাজ গঠনে তা সহায়ক হয়ে উঠবে। সেই বার্তা দেওয়া হয় আলোচনা সভায়।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct