আপনজন ডেস্ক: এই উদ্যোগের মাধ্যমে ভারতে ড্রোন ইকোসিস্টেমের আরও সম্প্রসারণ করা হবে। ‘আই-ড্রোন’ অবশ্য একেবারে নতুন কিছু নয়। এর আগে COVID-19 মহামারীর সময়ে ICMR এর ব্যবহার করেছিল। শীঘ্রই ড্রোনের মাধ্যমে রক্ত পাঠানোর প্রক্রিয়ার দেশজুড়ে বিস্তার করা হবে। এমনই পরিকল্পনা নিয়ে ভাবনাচিন্তা চলছে। বৃহস্পতিবার এই বিষয়ে জানালেন, ইন্ডিয়ান মেডিকেল রিসার্চ কাউন্সিলের এক আধিকারিক। এদিন তার নতুন iDrone উদ্যোগের মাধ্যমে আকাশপথে রক্তের ব্যাগ পাঠানোর প্রক্রিয়ার ট্রায়াল করা হয়।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct