আজিম শেখ, বীরভূম, আপনজন: পশ্চিমবঙ্গ রাজ্যের বীরভূম ও মুর্শিদাবাদ জেলার তিনজন পরিযায়ী শ্রমিক এজেন্ট মারফত কাজের জন্য মালয়েশিয়া গেছিলেন। তাদের নাম সাইফুদ্দিন শেখ, শহিদুল শেখ ও রায়হান শেখ। সাইফুদ্দিন শেখ ও শহিদুল শেখ এর বাড়ি পশ্চিমবঙ্গ রাজ্যের বীরভূম জেলার লাভপুর থানার গঙ্গারামপুর গ্রামে । এছাড়া রায়হান শেখের বাড়ি মুর্শিদাবাদ জেলায় । এজেন্ট তাদের কাছ থেকে মোটা টাকা নিয়ে তাদের পাসপোর্ট ও ভিসা বানিয়ে দেয়। প্রথমে তাদের মুম্বাই থেকে ব্যাংককে নিয়ে গেছিলেন। ব্যাংককে তিন দিন থাকার পর চোরা পথে তাদেরকে মালোশিয়া নিয়ে যাওয়া হয়েছিল। বর্তমানে এই তিনজন ছেলেকে যে এজেন্ট নিয়ে গেছিল তার কোন খোঁজ খবর নেই। এই তিনজন ছেলে বাড়ি ফিরে আসতে পারছেনা।
সামিরুল ইসলামের বাংলা সংস্কৃতি মঞ্চের সদস্য দের পক্ষ থেকে যে পরিযায়ী শ্রমিক ঐক্যমঞ্চ তৈরি হয়েছে সেই ঐক্য মঞ্চের কর্মীদের কে জানানো হয় বিষয়টি ।জানতে পেরে সংগঠনের সহযোদ্ধারা তাদের বাড়িতে গিয়ে সমস্ত তথ্য সংগ্রহ করে। আজকে মালোশিয়া নিযুক্ত ভারতীয় হাইকমিশনার অফিস থেকে মেইল মারফত জানিয়ে আমাকে জানিয়ে দিল ছেলেগুলির সঙ্গে যোগাযোগ করা হচ্ছে এবং তাদের খুব শীঘ্রই দেশে ফিরে আসতে সহযোগিতা করা হবে।
পরিযায়ী শ্রমিক ঐক্য মঞ্চের সদস্যরা বলেন সকলের কাছে করজোরে অনুরোধ আপনারা আমাদের সহযোগিতা করুন। সারা বাংলা জুড়ে যে সমস্ত পরিযায়ী শ্রমিক বাইরে কাজে গেছে তারা যোগাযোগ রাখুন আমাদের সঙ্গে আমরা এই মানুষগুলোর জন্য কিছু একটা করতে চাই ।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct