রঙ্গিলা খাতুন, বহরমপুর, আপনজন: মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে মাতৃমা বিভাগে রোগী এবং পরিজনদের সাথে করা হচ্ছে দুর্ব্যবহার এছাড়াও সঠিকভাবে চিকিৎসা না পাওয়া সহ একাধিক অভিযোগ উঠলো মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালের বিরুদ্ধে। জানাগিয়েছে শুক্রবার একজন আইনজীবি তার বোনকে নিয়ে মাতৃমা তে ভর্তি করায়সময় কর্তব্যরত সিকিউরিটিকে সাহায্য চাইলে কোন সাহায্য করেনি উপরন্তু তাদের সঙ্গে দুর্ব্যবহার করা হয়। বলতে গিলে অসুস্থ মাকে চিকিৎসা পরিসেবা বন্ধ করে দেওয়া হয় বলে অভিযোগ। এই ঘটনার পর মাতৃমা চত্বরে চাঞ্চল্য সৃষ্টি হয়। খবর পেয়ে বহরমপুর থানার পুলিশ এসে পরিস্থিতিনিয়ন্ত্রণে আনে। পাশাপাশি অন্য প্রসূতিদের আত্মীয়রাও একাধিক অভিযোগ করেন।মাঘন নামে এক মহিলা বলেন, “আমার মেয়েকে চারদিন আগে ভর্তি করেছি সুস্থ অবস্থায় অথচ গতকাল বাচ্চা মারা গেছে বলে ডাক্তারেরা জানলেও এখনো পর্যন্ত দেখা করতে দিচ্ছি না। কিছু বলতে গেলেই ধুমকি দিয়ে বের করে দিচ্ছে। এছাড়াও একাধিক মারাত্মক অভিযোগ তুললেন রোগীর আত্মীয়রা থেকে চিকিৎসা ও পরিসেবার দিকে আঙুল তুলছেন সাধারণ মানুষ।বেশ কিছুদিন আগে ১০ জন শিশু মৃত্যুর খবরে চাঞ্চল্য ছড়ায়। সাধারন মানুষ বক্তব্য মুখ্যমন্ত্রী স্বপ্নের প্রকল্প মুর্শিদাবাদের একমাত্র মেডিকেল কলেজ ও সুপার স্পেশালিটি হসপিটালের যদি এই হাল হয়, তবে সাধারন মানুষের চিকিৎসা কিভাবে হবে এইটাই এখন বড় প্রশ্ন।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct