আপনজন ডেস্ক: মসজিদের ইমাম, মুয়াজ্জিন, মুফতিসহ ধর্মীয় গবেষকদের দীর্ঘমেয়াদী গোল্ডেন ভিসা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মধ্যপ্রাচ্যের সংযুক্ত আরব আমিরাত। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ইমাম, মুয়াজ্জিন, ধর্ম প্রচারক ও ধর্মীয় গবেষকদের দীর্ঘমেয়াদী রেসিডেন্সি ভিসা দেওয়ার সিদ্ধান্ত নেন দুবাইয়ের ক্রাউন প্রিন্স শেখ হামদান বিন মুহাম্মদ বিন রাশিদ আল-মাকতুম। আমিরাতের উপরাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন রাশিদ আল-মাকতুমের নির্দেশনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। আমিরাত সরকারের বিবৃতিতে বলা হয়, ইমাম, মুয়াজ্জিন, ধর্ম প্রচারক, মুফতি ও ধর্মীয় গবেষকদের মধ্যে যারা দুবাইয়ে ২০ বছর ধরে কাজ করছেন তাদেরই বহুল আকাঙ্ক্ষিত গোল্ডেন ভিসা দেওয়া হবে। তা ছাড়া ধর্মীয় শিক্ষা প্রসারে তাদের ইতিবাচক ভূমিকার স্বীকৃতি হিসেবে আর্থিক সম্মাননার ঘোষণা দেওয়া হয়। ধর্ম প্রচার, জনসাধারণের নৈতিকতা রক্ষা এবং আমিরাতের সহনশীল মূল্যবোধ প্রচারে তাদের প্রচেষ্টার প্রশংসা করেই এই সম্মাননার উদ্যোগ নেওয়া হয়। সাধারণত প্রতিভাবান বিদেশিদের দীর্ঘমেয়াদে আমিরাতে বসবাস, কাজ বা পড়াশোনা করার সুযোগ তৈরি করতে গোল্ডে ভিসা দেওয়া হয়। এর মাধ্যমে ৫ বা ১০ বছর মেয়াদ পর্যন্ত কোনো স্পনসর ছাড়াই সপরিবারে আমিরাতে থাকা যাবে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct